Advertisement
১৭ এপ্রিল ২০২৪

আবগারি কর্তা ধৃত

আলমারি, বাক্স, শো-কেস, বিছানার তলায় থরে থরে টাকা! বুধবার এক মদ ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার সময় ঘাটালে ধরা পড়েন অশোককুমার দে নামে এক আবগারি কর্তা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:১৪
Share: Save:

আলমারি, বাক্স, শো-কেস, বিছানার তলায় থরে থরে টাকা!

বুধবার এক মদ ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার সময় ঘাটালে ধরা পড়েন অশোককুমার দে নামে এক আবগারি কর্তা। রাতে হুগলির শ্রীরামপুরে তাঁর বাড়ি ও ঘাটালের দাসপুরে তাঁর ভাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা উদ্ধার করলেন রাজ্য দুর্নীতি দমন শাখার অফিসাররা।

অশোকবাবু দাসপুরে একাই থাকতেন। পরিবার থাকে শ্রীরামপুরে। শ্রীরামপুরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দেখে, চারদিকে টাকার বান্ডিল! শুধু ওই বাড়ি থেকেই প্রায় ৮৭ লক্ষ টাকা মেলে। সঙ্গে সোনার গয়না, কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকারের সন্ধান মিলেছে। দাসপুরের ফ্ল্যাটে মিলেছে প্রায় ৭ লক্ষ টাকা। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে বছর দুয়েক আগে বালি পুরসভার ইঞ্জিনিয়ার প্রণব অধিকারীর কথা। ঘুষ নেওয়ার অভিযোগে প্রণববাবুও গ্রেফতার হয়েছিলেন। ঘুসুড়িতে তাঁর বাড়ির বাথরুমের কমোড, দেওয়াল, মেঝে ভেঙে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Excise officer bribe Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE