Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Bobby Hakim

‘লকেট তো পরে সৌন্দর্য বাড়াতে’ ফিরহাদের মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের এই হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। করে বসলেন অসংবেদনশীল মন্তব্য। কটাক্ষ করতে গিয়ে বিজেপি নেত্রীকে বললেন, ‘‘আমরা মারপিট করি না। আমরা প্রেমে বিশ্বাস করি। আমি যতদূর জানি, মানুষ সৌন্দর্য্য বাড়ানোর জন্য লকেট পরে।’’

রথযাত্রার আগেই তরজায় ফিরহাদ-লকেট। ফাইল চিত্র।

রথযাত্রার আগেই তরজায় ফিরহাদ-লকেট। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৯:০৮
Share: Save:

রথযাত্রায় বাধা দিলে রথের চাকায় পিষে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন তৃণমূলের ফিরহাদ হাকিম। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর নাম নিয়ে ‘আপত্তিকর’ কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ‘‘মহিলাদের সম্পর্কে কী ভাবে কথা বলতে হয়, সে শিক্ষাই নেই তৃণমূলের নেতাদের।’’ প্রতিক্রিয়া লকেটের।

শনিবার মালদহ জেলায় এক জনসভায় বিতর্কিত মন্তব্যটি করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিজেপির যে ‘গণতন্ত্র বাঁচাও রথযাত্রা’ শুরু হচ্ছে, তাকে কেন্দ্র করে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। রথযাত্রায় বাধা দিতে এলে পিষে দেওয়া হবে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের এই হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। করে বসলেন অসংবেদনশীল মন্তব্য। কটাক্ষ করতে গিয়ে বিজেপি নেত্রীকে বললেন, ‘‘আমরা মারপিট করি না। আমরা প্রেমে বিশ্বাস করি। আমি যতদূর জানি, মানুষ সৌন্দর্য্য বাড়ানোর জন্য লকেট পরে।’’

ফিরহাদের মন্তব্য সামনে আসার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নিজের নাম নিয়ে এই কটূক্তিকে তিনি বলেছেন আপত্তিকর এবং অপমানজনক। একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘শুধু আমাকে নয়, এই মন্তব্যের মাধ্যমে সমস্ত মহিলাদের অপমান করেছেন তৃণমূল নেতা।’’ অবশ্য শুধু পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নন, এই মন্তব্যের জন্য সামগ্রিক ভাবে তৃণমূলের সংস্কৃতিকেই দায়ী করেছেন লকেট। তাঁর দাবি, ‘‘তৃণমূল মহিলাদের সম্মান দিতে জানে না। মহিলাদের সঙ্গে কী ভাবে কথা বলতে হয়, সেই শিক্ষাও নেই তৃণমূলের। ফিরহাদ হাকিমের মন্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই তৃণমূলের সংস্কৃতি।’’

আরও পড়ুন: সেই বোকামোটাই করলেন কংগ্রেস বিধায়ক, অ্যাকাউন্ট থেকে লোপাট ৪৫ হাজার

রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেসের নেত্রী একজন মহিলা। সেই প্রসঙ্গ তুলে এনে লকেট বলেছেন, ‘‘রাজ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন মহিলা। সেই দলেরই বিধায়ক কী ভাবে এই মন্তব্য করেন? মমতা বন্দ্যোপাধ্যায়েরও উচিত একজন মহিলাকে নিয়ে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রতিবাদ করা। আমি দেখতে চাই উনি ঠিক কী ব্যবস্থা নেন।’’

আরও পড়ুন: ভুয়ো কালীপুজোর বিলে চাঁদা আদায়! অভিযুক্ত বর্ধমানের ২ পুলিশ অফিসার

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE