Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভুল করেছি, বলছে রতন

গ্রেফতার হওয়ার পরে যমজ কন্যাসন্তান বিক্রি করে সে ভুল করেছে বলে মেনে নিল গাইঘাটার সেই রতন ব্রহ্ম।

রতন ব্রহ্ম। —নিজস্ব চিত্র

রতন ব্রহ্ম। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গাইঘাটা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ০১:২৫
Share: Save:

গ্রেফতার হওয়ার পরে যমজ কন্যাসন্তান বিক্রি করে সে ভুল করেছে বলে মেনে নিল গাইঘাটার সেই রতন ব্রহ্ম।

দু’মাসের যমজ মেয়েদের শুক্রবার এলাকারই দু’টি পরিবারের কাজে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকায়ি বিক্রি করার অভিযোগ উঠেছিল গাইঘাটার রামচন্দ্রপুর ভাদুরিয়া এলাকার বাসিন্দা রতনের বিরুদ্ধে। রবিবার শিশু দু’টিকে পুলিশ উদ্ধার করে। গ্রেফতার করা হয় রতনকে। ধৃতকে সোমবার বনগাঁ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে পাঁচ দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে যাওয়ার পথে রতন বলে, ‘‘নিজের সন্তানকে কেউ কি দিতে চায়! একটা মেয়ে হলে জানপ্রাণ দিয়ে হলেও মানুষ করতাম। দুটো মেয়েকে লালন-পালন করা, বিয়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। কাজকর্ম করতে পারছিলাম না। ধারদেনা হয়ে গিয়েছিল।’’ পুলিশ অবশ্য মনে করছে, টাকার লোভেই রতন ওই কাজ করেছে।

শিমুলপুর পঞ্চায়েতের দুই পরিবারের কাছে শিশু দু’টিকে বিক্রি করেছিল রতন। এ দিন ওই পঞ্চায়েতের প্রধান কণা গুহ বলেন, ‘‘কেউ যাতে সন্তান কেনাবেচা না করেন সে বিষয়ে মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি প্রচার চালানো হবে।’’

পুলিশের তরফেও সচেতনতা শিবিরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gaighata Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE