Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইডি জালে রোজ ভ্যালি-কর্তা

বাজার থেকে ২৬০০ কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। এই কেলেঙ্কারি নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। বুধবার একই রকম অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হলেন রাজ্যের সব চেয়ে বড় অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। তদন্তকারীদের অভিযোগ, গৌতমের সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে তুলেছে প্রায় ১৫ হাজার কোটি টাকা, যা সারদার প্রায় ছ’গুণ।

গ্রেফতারের পর ইডি-র অফিসে রোজ ভ্যালি-কর্তা গৌতম কুণ্ডু।  বুধবার শৌভিক দে-র তোলা ছবি।

গ্রেফতারের পর ইডি-র অফিসে রোজ ভ্যালি-কর্তা গৌতম কুণ্ডু। বুধবার শৌভিক দে-র তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৫ ০৫:৪২
Share: Save:

বাজার থেকে ২৬০০ কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। এই কেলেঙ্কারি নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। বুধবার একই রকম অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হলেন রাজ্যের সব চেয়ে বড় অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। তদন্তকারীদের অভিযোগ, গৌতমের সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে তুলেছে প্রায় ১৫ হাজার কোটি টাকা, যা সারদার প্রায় ছ’গুণ।

এ দিন বেলা তিনটে নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি-র দফতরে হাজির হয়েছিলেন গৌতম। তার পর থেকে তাঁকে টানা জেরা শুরু করেন তদন্তকারী অফিসারেরা। কলকাতার দফতরের অফিসারদের পাশাপাশি দিল্লির এক অফিসারও এ দিন তাঁকে জেরার সময়ে হাজির ছিলেন। প্রায় চার ঘণ্টা জেরা করার পর রোজ ভ্যালি কর্তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে বিধাননগর পূর্ব থানার লকআপে রাখা হয় তাঁকে। রোজ ভ্যালির বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই বাজেয়াপ্ত করেছিল ইডি। এ বার গৌতমের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা।

ইডি সূত্রের খবর, রোজ ভ্যালি গোষ্ঠীর অধীনে প্রায় ২৯টি সংস্থা ছিল। বাজার থেকে টাকা সংগ্রহের পর সেই সংস্থাগুলির মধ্যেই টাকা ঘোরানো হত। পাশাপাশি, সিনেমা প্রযোজনার ব্যবসাও খুলেছিলেন গৌতম। রোজ ভ্যালি কেলেঙ্কারির তদন্তে নেমে প্রথমেই এই বিপুল টাকার উত্‌স সন্ধান শুরু করেছিলেন ইডি-র তদন্তকারীরা। চলতি মাসের গোড়ায় সিবিআই-ও রোজ ভ্যালি নিয়ে তদন্তে নামে। তারাও একই সূত্র ধরে তদন্ত শুরু করে। সারদার মতো রোজ ভ্যালির সঙ্গেও কোনও প্রভাবশালী যুক্ত কি না, তা খতিয়ে দেখছে সিবিআই। সুদীপ্ত সেন গ্রেফতারের পরে ঠিক যেমন এক এক করে জড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালীদের নাম, রোজ ভ্যালির ক্ষেত্রেও কি সেই রকম কিছু ঘটতে চলেছে?

এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। খোদ গৌতম প্রকাশ্যে স্বীকার করেছেন, ডেলো পাহাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। সিবিআই সূত্রের খবর, ওই বৈঠকে ছিলেন সারদা কর্তাও। গত ৪ মার্চ তৃণমূলের অভিনেতা-সাংসদ তাপস পালের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাপসবাবু নিজেই স্বীকার করেছেন, তিনি রোজ ভ্যালির সিনেমা শাখার সঙ্গে যুক্ত ছিলেন ও তার জন্য বেতন পেতেন। এক ইডি অফিসারের কথায়, “বল তো গড়াতে শুরু করে দিয়েছে। এ বার এক এক করে অনেককেই ডাকা হবে।” ইডি সূত্রের খবর, তাপস ছাড়াও এই তালিকায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীর নামও।

কী অভিযোগ রোজ ভ্যালির বিরুদ্ধে?

ইডি-র দাবি, সমাজের বিশাল সংখ্যক মানুষকে ঠকিয়ে, ভুল বুঝিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে রোজ ভ্যালি। এবং টাকা তুলে তা বেআইনি ভাবে বিদেশেও পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এ দিন মূলত এই অভিযোগকে সামনে রেখেই গ্রেফতার করা হয়েছে গৌতমকে।

গত ৪ মার্চ রোজ ভ্যালির অফিস ও পদস্থ কর্তাদের বাড়ি-সহ দেশের মোট ৪৩টি জায়গায় হানা দিয়েছিল সিবিআই। গৌতম কুণ্ডুুর কলকাতার দু’টি বাড়িতেও তল্লাশি চালিয়েছিল তারা। তল্লাশি চলে তাঁর বারাসতের অফিসেও। সংস্থার এমডি শিবময় দত্ত এবং প্রাক্তন ডিরেক্টর আবির কুণ্ডুু, রামলাল গোস্বামী, অশোক সাহার বাড়িতেও হানা দেয় সিবিআই। ত্রিপুরাতেও রোজ ভ্যালির বিশাল সাম্রাজ্য ছড়ানো। তল্লাশি চলে সেখানেও। দেশ জুড়ে রোজ ভ্যালির ২৮০৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পায় ইডি। সিল করে দেওয়া হয় সেই সব অ্যাকাউন্ট। ইডি সূত্রের খবর, সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল হয়ে যাওয়ার পরেও নগদ টাকা দেওয়া-নেওয়া করে পর্যটন ও হোটেল ব্যবসা চালিয়ে গিয়েছেন গৌতম।

ইডির দাবি, প্রথমে তদন্তের কাজে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন গৌতম। তিনি নিজে না এলেও তাঁর সংস্থার প্রতিনিধিকে পাঠিয়েছেন বেশ কয়েক বার। কিন্তু সম্প্রতি ইডি-র তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কোনও যোগাযোগ রাখছিলেন না রোজ ভ্যালি কর্ণধার। এ দিন গৌতমের গ্রেফতারের পরে সংস্থার এমডি শিবময় দত্ত বলেন, “তদন্তের স্বার্থে আমরা সব রকমের সহযোগিতা করেছি। কিন্তু তার পরেও কেন গ্রেফতার করা হল?” রাতে রোজ ভ্যালির এক দল কর্মী সিজিও কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ দেখান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE