Advertisement
১৮ এপ্রিল ২০২৪

‘আপত্তিকর’ পোস্টে বিতর্ক

ওই ছাত্রীর পোস্টকে সমর্থন করার অভিযোগে পড়শি এক যুবককেও আটক করেছে পুলিশ।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
দূর্গাপুর শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৫
Share: Save:

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত সিআরপিএফ জওয়ানদের সম্পর্কে অপমানজনক ও আপত্তিকর পোস্ট করার অভিযোগে বিরাটির বাসিন্দা এক ছাত্রীকে আটক করল পুলিশ। ওই ছাত্রীর পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় নিন্দা শুরু হয়। ভাইরাল হয়ে যেতেই শুক্রবার রাতে কয়েকশো লোক ওই ছাত্রীর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। পরিস্থিতির অবনতি হতে দেখে নিমতা থানার পুলিশ ওই ছাত্রীর বাড়ি যায় এবং তাকে আটক করে আনে। আপাতত ওই ছাত্রীকে হোমে পাঠনো হয়েছে। ওই ছাত্রীর পোস্টকে সমর্থন করার অভিযোগে পড়শি এক যুবককেও আটক করেছে পুলিশ।

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা প্রসঙ্গে ফেসবুকে দু’টি ‘পোস্ট শেয়ার’ করেছিলেন দুর্গাপুরের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র। হোয়াটস অ্যাপে ‘স্টেটাস আপডেট’ও দিয়েছিলেন। তৃতীয় বর্ষের ওই ছাত্রের বাবার অভিযোগ, এ জন্য হস্টেলেই কয়েক জন সহপাঠী নিগ্রহ করেন ছেলেকে। ছাত্রের বাবা জানান, শনিবার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়ে ই-মেল (এর সত্যাসত্য আনন্দবাজার যাচাই করেনি) করেছেন।

সংশ্লিষ্টেরা অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির এক কর্তা বলেন, ‘‘বাইরে রয়েছি। খোঁজ নেব।’’ প্রতিষ্ঠানের ডিন (স্টুডেন্টস ওয়েলফেয়ার) দাবি করেন, ‘‘হস্টেলে কিছু ঘটলে জানানো হয়। শুক্রবার তেমন কিছু ঘটেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Facebook Post Arrest Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE