Advertisement
২০ এপ্রিল ২০২৪

পর্যটক টানতে নামী হোটেলের আসবাব

নিজেদের কয়েকটি হেরিটেজ হোটেল সংস্কারের জন্য তারামার্কা হোটেল থেকে পুরনো আসবাব সংগ্রহ করা হবে। দক্ষিণ কলকাতার একটি তারামার্কা হোটেল আসবাব বেচতে নিলামের ব্যবস্থা করেছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চন্দ্রপ্রভ ভট্টাচার্য
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০১:৪২
Share: Save:

খরচ কমবে, আকর্ষণ করা যাবে বেশি পর্যটককে। তাই নিজেদের হোটেলে নতুনের থেকে পুরনো আসবাবের উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার।

সম্প্রতি পর্যটন দফতর সিদ্ধান্ত নেয়, নিজেদের কয়েকটি হেরিটেজ হোটেল সংস্কারের জন্য তারামার্কা হোটেল থেকে পুরনো আসবাব সংগ্রহ করা হবে। দক্ষিণ কলকাতার একটি তারামার্কা হোটেল আসবাব বেচতে নিলামের ব্যবস্থা করেছিল। অর্থ দফতরের অনুমতি নিয়ে তাতে যোগ দেয় পর্যটন দফতর। ওই দফতরের কর্তাদের দাবি, নতুন আসবাব কিনতে যে-টাকা লাগত, তার প্রায় এক-চতুর্থাংশ অর্থে তারামার্কা হোটেলের ৪৪টি ঘরের সব আসবাব কেনা হয়েছে। সরকার যখন খরচ কমানোয় জোর দিচ্ছে, তার মধ্যে এমন অবস্থান তাৎপর্যপূর্ণ। তবে নতুন আসবাব কেনা একেবারে বন্ধ হচ্ছে না। দরকারমতো তা-ও কেনা হবে।

খাট, মার্বেল-টপ, টি-টেবিল, চেয়ার, রাইটিং টেবিল, ওয়ার্ডড্রোব ছিল ছিল ওই নিলামের তালিকায়। প্রাথমিক ভাবে কালিম্পংয়ের তিনটি হেরিটেজ হোটেলে ব্যবহার করা হবে ওই সব আসবাব। পর্যটন দফতরের এক কর্তার কথায়, ‘‘এই ধরনের তারা-হোটেল খুব বেশি দিন এক আসবাব ব্যবহার করে না। নির্দিষ্ট সময় অন্তর সেগুলো বদলে ফেলে। উচ্চ মানের সেই সব আসবাব তাই প্রায় নতুনই থেকে যায়। হেরিটেজ হোটেলগুলির সঙ্গে এই আসবাবগুলি অনেক বেশি মানানসই হবে। বাজার থেকে তা তৈরি করাতে বা কিনতে গেলে বিপুল অর্থ খরচ করতে হত।’’

নিজেদের হোটেলের পরিকাঠামো উন্নয়নের পরে আরও লাভজনক করতে সেগুলোর পরিচালনায় বেসরকারি উদ্যোগকে আহ্বান জানানোর পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যে পর্যটকের সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। পর্যটনকর্তাদের দাবি, এই পরিস্থিতিতে পর্যটকদের নাগালের মধ্যে উন্নত এবং তারা-পরিষেবা দেওয়া গেলে পর্যটন শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Travel and Tourism Tourism Five Star Hotel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE