Advertisement
২০ এপ্রিল ২০২৪

চোপড়ার পরিবারের সঙ্গে কথা হবে রাজ্যপালের

চোপড়ায় তৃণমূলের ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে অভিযোগ জানাতে মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস নেতারা কলকাতার রাজভবনে ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই ওই সাক্ষাতের কথা ঠিক হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। 

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০৫:০২
Share: Save:

চোপড়ায় নিহত কংগ্রেস সমর্থক সমিরুল হকের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। দার্জিলিঙের রাজভবনে আগামী ১৮ নভেম্বর তিনি ওই পরিবারকে সাক্ষাতের সময় দিয়েছেন। চোপড়ায় তৃণমূলের ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে অভিযোগ জানাতে মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস নেতারা কলকাতার রাজভবনে ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই ওই সাক্ষাতের কথা ঠিক হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত বোর্ড গঠনের দিন থেকেই চোপড়ায় বিহার থেকে দুষ্কৃতীদের এনে তাণ্ডব চলছে। ওই ‘সন্ত্রাসে’র জেরেই লক্ষ্মীপুরের বাসিন্দা সমিরুল গত ৪ নভেম্বর গুলিতে নিহত হন। রাজ্যপালের কাছে এই গোটা ঘটনা জানিয়ে এ দিন সোমেনবাবু, মান্নান, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, অমিতাভ চক্রবর্তীরা বলেছেন, রাজ্য সরকার যে আইনশৃঙ্খলা রক্ষায় ‘ব্যর্থ’, তার জ্বলন্ত উদাহরণ চোপড়া।

রাজ্যপালের সঙ্গে আলোচনার সময়ে দীপা আর্জি জানান, নিহতের পরিবারকে কী অসহায় অবস্থায় কাটাতে হচ্ছে, তা তারা তাঁকে জানাতে চায়। রাজ্যপাল তখন তারিখের বিষয়টি জানেন। সোমেনবাবু পরে বলেন, ‘‘আমাদের অনুরোধে রাজ্যপাল রাজি হয়েছেন। দীপাদেবীরা ওই পরিবারকে রাজ্যপালের কাছে নিয়ে যাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE