Advertisement
২০ এপ্রিল ২০২৪

বহু গ্রেফতার সমুদ্রগড়ে

দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে শুক্রবারও দিনভর বিপর্যস্ত রইল পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখা। দূরপাল্লার যে সব ট্রেন ওই লাইন দিয়ে যায়, তার বেশির ভাগই অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানান, সন্ধ্যা ৭টার পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে আগুন লাগিয়ে, বোমা মেরে, ভাঙচুর চালিয়ে কার্যত অকেজো করে দিয়েছিল দুষ্কৃতীরা।

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০৩:২৮
Share: Save:

দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে শুক্রবারও দিনভর বিপর্যস্ত রইল পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখা। দূরপাল্লার যে সব ট্রেন ওই লাইন দিয়ে যায়, তার বেশির ভাগই অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানান, সন্ধ্যা ৭টার পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে আগুন লাগিয়ে, বোমা মেরে, ভাঙচুর চালিয়ে কার্যত অকেজো করে দিয়েছিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বর্ধমান থেকে আরপিএফ এবং রেলপুলিশের বড় বাহিনী গিয়ে লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয়। সমুদ্রগড়ে একটি মদের ঠেকে বচসার জেরে বৃহস্পতিবার ওই গোলমালের শুরু। পরে তা ছড়িয়ে পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Group clash Samudragarh Bandel Katwa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE