Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দিল্লিতে দেখা হলেও চলল শামি-হাসিন তিক্ততা

ভারতীয় পেসার মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের দেখা হলেও দূরত্ব সেই একই রকম থেকে গেল। নয়াদিল্লিতে মঙ্গলবার একটি হোটেলে গিয়ে ক্রিকেটার-স্বামীর সঙ্গে দেখা করেন হাসিন। কিন্তু দু’জনের মধ্যে তিক্ততা কমার লক্ষণ তার পরেও দেখা যায়নি। 

সাক্ষাৎ: নয়াদিল্লি বিমানবন্দরে মেয়েকে নিয়ে হাসিন। ছবি: প্রেম সিংহ

সাক্ষাৎ: নয়াদিল্লি বিমানবন্দরে মেয়েকে নিয়ে হাসিন। ছবি: প্রেম সিংহ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০৪:০৮
Share: Save:

ভারতীয় পেসার মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের দেখা হলেও দূরত্ব সেই একই রকম থেকে গেল। নয়াদিল্লিতে মঙ্গলবার একটি হোটেলে গিয়ে ক্রিকেটার-স্বামীর সঙ্গে দেখা করেন হাসিন। কিন্তু দু’জনের মধ্যে তিক্ততা কমার লক্ষণ তার পরেও দেখা যায়নি।

বরং দু’তরফেই একে অন্যকে পারিবারিক কলহের জন্য দোষারোপের পালা চলল। নয়াদিল্লি থেকে ফোনে হাসিনের দাবি, ‘‘শামি আমাকে এড়িয়ে যাচ্ছে দেখে ওকে বলি, আমার সঙ্গে কথা বলবে না? ও জবাব দেয়, কোনও কথা নেই। আদালতে দেখা হবে।’’

আবার শামির পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে, তাঁর স্ত্রী সংবাদমাধ্যম সঙ্গে নিয়ে হোটেলে দেখা করতে এসেছিলেন। সেটা দেখেই শামি চটে গিয়েছেন। স্ত্রীকে নাকি তিনি বলেনও যে, মিডিয়া সঙ্গে করে নিয়ে দেখা করতে এসেছ কেন? শামির সঙ্গে দেখা করে বেরিয়েই একটি হিন্দি চ্যানেলে গিয়ে বসেন হাসিন। অন্য কয়েকটি সংবাদমাধ্যমেও শামিকে নিয়ে আক্রমণাত্মক বিবৃতি দেন যে, তাঁর মায়ের উপস্থিতিতে শামি তাঁকে উপেক্ষা করেছেন। তাঁর সঙ্গে কোনও কথা বলেননি। তাই তিনিও এ বার যুদ্ধের রাস্তাতেই হাঁটবেন।

স্ত্রী চ্যানেলে গিয়ে ফের অভিযোগের ঝড় তুলেছেন শুনে আরওই ক্ষিপ্ত হয়ে ওঠেন শামি। তিনিও বলতে থাকেন, কোনও ভাবেই সমঝোতা চান না। শামি ও তাঁর স্ত্রীর কাছের লোকদেরও এখন মনে হচ্ছে, আর বোধ হয় সমঝোতা হওয়া সম্ভব হবে না। তবে স্ত্রীর সঙ্গে মিটমাটের লক্ষণ দেখা না দিলেও মেয়ে আইরা-কে (ডাকনাম বেবো) দেখে খুব খুশি হয়েছেন শামি বলে জানা গিয়েছে। তিনি এক ঘণ্টা ধরে মেয়ের সঙ্গে খেলাও করেছেন। হাসিনের দাবি, ঘরের মধ্যে মেয়ের সঙ্গে খেলার সময় তাঁকে বাইরেই রেখে দিয়েছিলেন শামি। যদিও শামির দিক থেকে সরকারি ভাবে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাতে হাসিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘‘এক ঘণ্টা আমাকে বাইরে বসিয়ে মেয়েকে নিয়ে থাকল। চলে আসার সময়ও আমার সঙ্গে কোনও কথা বলেনি। এ বার নিশ্চয়ই সবাই বুঝবে, এত দিন মিটমাট করার কথা বলে শামি অভিনয় করছিল।’’ হাসিনের থেকেই জানা গিয়েছে, গোটা ঘটনার সময় শামির পাশে উপস্থিত ছিলেন তাঁর মা আঞ্জুম আরা। সেটা নিয়ে গজগজ করতে থাকেন হাসিন। টিভি চ্যানেলে গিয়ে ক্ষোভ উগরে দেন। পরে যা জানতে পেরে শামি তাঁর পরিচিত কয়েক জনকে নাকি বলেন, ‘‘আমার কাছ থেকে বেরিয়ে টিভি চ্যানেলে চলে গেল। কী বলব আর!’’

হঠাৎ নয়াদিল্লি কেন ছুটলেন তিনি? জিজ্ঞেস করলে মঙ্গলবার রাতে রাজধানী থেকে ফোনে হাসিন বলছেন, ‘‘শামির দুর্ঘটনার খবর শুনেই এসেছিলাম। আর ও আমাকে আদালতের হুমকি দিল। দেহরক্ষীর মতো সামনে দাঁড়িয়ে ছিলেন শামির মা।’’

শামির পরিবারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে, ভারতীয় ক্রিকেটারের দুর্ঘটনা ঘটেছে। মাথায় সেলাই পরেছে। এখনও চোট সারেনি পুরোপুরি। সেই কারণেই তাঁর মা ছিলেন ছেলের খেয়াল রাখার জন্য। যে-হেতু ঝামেলার পর থেকে শামির সঙ্গে ছিলেন না তাঁর স্ত্রী।

দিল্লিতে ফোন করে জানা গেল, আজ, বুধবার অনুশীলনে নামবে শামির আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিল্‌স। কিন্তু শামি এখনও মাঠে নামার মতো অবস্থায় নেই। দুর্ঘটনায় মাথায় লাগার পরে ডাক্তার আরও কয়েক দিন বিশ্রামে থাকতে বলেছেন। তবে আইপিএলে খেলা নিয়ে আর কোনও সংশয় নেই তাঁর, যে-হেতু বোর্ডের দুর্নীতি দমন শাখা তাঁকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। তাঁর স্ত্রী হাসিন অভিযোগ করেছিলেন, জনৈক মহম্মদ ভাইয়ের থেকে টাকা আনতে দুবাইয়ে গিয়েছিলেন শামি। কথা উঠেছিল ক্রিকেট দুর্নীতির সঙ্গে এই টাকা নেওয়ার কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়ে। তার কোনও ভিত্তি খুঁজে পায়নি বোর্ডের দুর্নীতি দমন শাখা। ফলে আইপিএলে খেলার ছাড়পত্রের পাশাপাশি বোর্ডের চুক্তিতেও তাঁকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE