Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ডিএ-বৈষম্যে প্রশ্ন কোর্টের

রাজ্য সরকারের কোনও কর্মী চেন্নাই বা দিল্লিতে কাজ করে বেশি ডিএ বা মহার্ঘ ভাতা পেলে তা বৈষম্য তৈরি করে বলে বৃহস্পতিবার মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শেখর ববি শরাফ বলেন, ‘‘ডিএ যদি কোনও কর্মীর অধিকার না-ও হয়, তা হলেও কাউকে খেয়ালখুশি মতো কিছু দিলে তা নিয়ে প্রশ্ন উঠবেই।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০১৮ ০৪:০২
Share: Save:

রাজ্য সরকারের কোনও কর্মী চেন্নাই বা দিল্লিতে কাজ করে বেশি ডিএ বা মহার্ঘ ভাতা পেলে তা বৈষম্য তৈরি করে বলে বৃহস্পতিবার মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শেখর ববি শরাফ বলেন, ‘‘ডিএ যদি কোনও কর্মীর অধিকার না-ও হয়, তা হলেও কাউকে খেয়ালখুশি মতো কিছু দিলে তা নিয়ে প্রশ্ন উঠবেই।’’

বিচারপতি শরাফ রাজ্যের এজি কিশোর দত্তের কাছে জানতে চান, একই কাজ করে রাজ্যভেদে পৃথক ডিএ-র যুক্তি কী? চেন্নাই বা দিল্লিতে যাঁরা কাজ করেন, তাঁরা কি সরকারের ‘ব্লু আইড বয়’ (বিশেষ স্নেহভাজন)? এজি জানান, সরকার মনে করে না ডিএ কর্মীর অধিকার। তাই কাউকে বাড়তি কিছু দেওয়া বা না-দেওয়া রাজ্যের বিবেচনাধীন। বকেয়া ডিএ-র দাবিতে কর্মী সংগঠন মামলা করেছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাটে। এ দিন বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ জানায়, স্যাটের উচিত ছিল, বাড়তি ডিএ কেন দেওয়া হয়, তা যাচাই করা।

গত কয়েক বছরের ডিএ-র হিসেব দাখিল করে এজি জানান, কোনও কর্মীর ডিএ বাকি নেই। কর্মী সংগঠনগুলি বকেয়া বলতে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাকের কথা বলতে চাইছে। বিচারপতি শরাফ বলেন, ‘‘তালিকা পেশ করে রাজ্য তা হলে মেনে নিচ্ছে ডিএ অধিকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court DA State Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE