Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কাল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

গত ১৩ মার্চ উচ্চ মাধ্যমিক শেষ হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষের কিছু বেশি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ০৩:১৪
Share: Save:

এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামিকাল, সোমবার। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, কাল, সোমবার সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ প্রকাশ করা হবে। বেলা ১১টা থেকে ওয়েবসাইট, এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পড়ুয়ারা তা জানতে পারবেন। মোট দশটি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। এর মধ্যে রয়েছে www.wbresults.nic.in, www.abpananda.abplive.in,www.exametc.com

এসএমএস-এ ফল জানতে WB12 ‌লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ নম্বরে পাঠাতে হবে। আগে থেকে রোল নম্বর এবং মোবাইল নম্বর www.exametc.com-এ নথিভুক্ত করে রাখলে ফল জানা যাবে। www.results.shiksha অ্যাপেও পরীক্ষার ফল জানা যাবে।

গত ১৩ মার্চ উচ্চ মাধ্যমিক শেষ হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষের কিছু বেশি। কাল, সোমবার রাজ্য জুড়ে পর্ষদের ক্যাম্প অফিস থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংশ্লিষ্ট স্কুলগুলি সংগ্রহ করতে পারবে। সে দিনই পড়ুয়াদের মধ্যে মার্কশিট এবং সার্টিফিকেট বিলির নির্দেশ দিয়েছে সংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE