Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্ত্রীকে গুলি করে মারার প্রস্তাব দেন শিক্ষক

১৯ জুলাই কাটোয়ায় একটি দিঘির পাশে মেলে আবাসনপাড়ার বধূ মহুয়া ঘোষের (২৮) দেহ। দু’দিন পরে ঘটনায় জড়িত অভিযোগে ধরা হয় তাঁর স্বামী, স্কুলশিক্ষক উজ্জ্বলভাস্কর ঘোষ ও তাঁর মা ছবিরানিদেবীকে। সোমবার দুপুরে কাটোয়ার জামাইপাড়া থেকে আজাদ শেখ ও জাকির হোসেন নামে দুই পুরনো দুষ্কৃতীকে ধরে পুলিশ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১২:০০
Share: Save:

রাস্তায় গুলি চালিয়ে স্ত্রী-কে খুনের প্রস্তাব দিয়েছিলেন শিক্ষক। কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে রাজি হয়নি ‘সুপারি কিলার’। তাই রাতে বাড়িতেই শ্বাসরোধ করে খুনের পরিকল্পনা হয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় স্ত্রীকে খুনে অভিযুক্ত শিক্ষক ও ধৃত দুই ‘সুপারি কিলার’কে জেরা করে এমনই তথ্য জানা গিয়েছে বলে দাবি পুলিশের।

১৯ জুলাই কাটোয়ায় একটি দিঘির পাশে মেলে আবাসনপাড়ার বধূ মহুয়া ঘোষের (২৮) দেহ। দু’দিন পরে ঘটনায় জড়িত অভিযোগে ধরা হয় তাঁর স্বামী, স্কুলশিক্ষক উজ্জ্বলভাস্কর ঘোষ ও তাঁর মা ছবিরানিদেবীকে। সোমবার দুপুরে কাটোয়ার জামাইপাড়া থেকে আজাদ শেখ ও জাকির হোসেন নামে দুই পুরনো দুষ্কৃতীকে ধরে পুলিশ। মহুয়াকে খুন করতে উজ্জ্বল তাদেরই ‘সুপারি’ দিয়েছিলেন বলে অভিযোগ।

পুলিশের দাবি, উজ্জ্বল জেরায় তাদের জানিয়েছেন, আজাদ প্রায় আড়াই বছর জেলে ছিল। কবে সে ছাড়া পাবে, তা জানতে প্রায়ই জামাইপাড়ায় যেতেন তিনি। তবে তাঁর প্রস্তাবমতো রাস্তায় গুলি করে মহুয়াদেবীকে খুনের ছকে আজাদ রাজি হয়নি। খুনের ছক পাকা করতে বার দু’য়েক আজাদকে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে পরিচয় দিয়ে বাড়িতে নিয়ে যান উজ্জ্বল। মহুয়াদেবীকে কয়েকবার আজাদ ফোন করে খুনের হুমকিও দেয় বলে জেনেছে পুলিশ।

ধৃতেরা জানিয়েছে, ১৮ জুলাই রাত ১০টা নাগাদ আজাদ ও জাকির শহরের স্টেডিয়ামপাড়ায় অপেক্ষা করছিল। ঘণ্টা দুয়েক পরে তাদের ফোনে ডাকেন উজ্জ্বল। দরজা খুলে দেন। ওড়নার ফাঁসে না বালিশ চাপা দিয়ে মহুয়াকে খুন করা হয়, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। দেহ সরানোর আগে মহুয়াদেবীর গায়ের গয়না খুলে নেয় আজাদরা। দেহ ফেলে দিয়ে আজাদ ও জাকির নদিয়ায় পালিয়ে গিয়েছিল। টাকার প্রয়োজনে এ দিন বাড়ি ফিরতেই ধরা হয় তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE