Advertisement
২০ এপ্রিল ২০২৪

হাওড়ার টিকিয়াপাড়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ, ধৃত তিন

রাজ্যে ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ। দক্ষিণ ২৪ পরগণার কুলতলির পর এ বার হাওড়ার টিকিয়াপাড়ায়।

উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র।

উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ২৩:০৩
Share: Save:

রাজ্যে ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পর এ বার হাওড়ার টিকিয়াপাড়ায়।

মঙ্গলবার টিকিয়াপাড়ার বৈরাগী লেন এলাকায় একটি বেআইনি অস্ত্র কারখানায় তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। পুলিশ সূত্রে খবর, এ দিন ৪০টি পিস্তল ছাড়াও পিস্তল তৈরির প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

সিআইডি-র কাছ থেকে খবর পেয়ে এ দিন কারখানায় অভিযান চালানো হয়। রীতিমতো মুঙ্গের থেকে কারিগর এনে বেআইনি ভাবে অস্ত্র তৈরি করা হত বলে হাওড়া পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ধৃতদের তিন জনই ভিন রাজ্যের বাসিন্দা। ধৃতরা হল মহম্মদ আনোয়ার, মহম্মদ নীরাজ আনসারি এবং মহম্মদ সোহেল আলম। তিন জনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

আরও পড়ুন: গবেষণার স্বপ্ন গরাদেই আটকে গেল! জেলেই অনশনে মাও নেতা অর্ণব

অস্ত্র উদ্ধারের খবর পেয়েই এ দিন ঘটনাস্থলে আসেন হাওড়া পুলিশের কমিশনার তন্ময় রায়চৌধুরী-সহ শীর্ষ পুলিশ কর্তারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে অনুমান পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Illegal arms factory arms factory Tikiapara
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE