Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘মা সারদা স্বনির্ভর কেন্দ্রে’র দ্বিতীয় পর্যায়ের ভবনের দ্বারোদ্ঘাটন

রবিবার এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার (মায়ের বাড়ি)-র অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ, স্বামী জ্ঞানব্রতানন্দ, মন্ত্রী সাধন পাণ্ডে প্রমুখ।

ছবি: স্বাতী চক্রবর্তী

ছবি: স্বাতী চক্রবর্তী

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৫:০৪
Share: Save:

স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে ‘মা সারদা স্বনির্ভর কেন্দ্রে’র দ্বিতীয় পর্যায়ের ভবনের দ্বারোদ্ঘাটন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। রাজ্য সরকারের সহযোগিতায় এই কেন্দ্রটি তৈরি করেছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার। রবিবার এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার (মায়ের বাড়ি)-র অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ, স্বামী জ্ঞানব্রতানন্দ, মন্ত্রী সাধন পাণ্ডে প্রমুখ। স্বামী নিত্যমুক্তানন্দ জানান, বেকার যুবকদের স্বনির্ভর করার জন্য কম্পিউটার শেখানো, বৈদ্যুতিন সরঞ্জাম রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ-সহ নানা বিষয়ে পাঠ দেওয়া হবে এই কেন্দ্রে। এলাকার দরিদ্র মহিলাদের জন্য ধূপ তৈরির প্রশিক্ষণও থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE