Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভোটে হারতেই ‘বন্ধ’ হয়ে গেল রাস্তার কাজ

যে এলাকার রাস্তা ঢালাইয়ের কথা, সেই বুথে জিতেছে নির্দল!

বোর্ড বসিয়েও রাস্তার কাজ বন্ধ হয়েছে ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রামে। ছবি: কৌশিক সাঁতরা

বোর্ড বসিয়েও রাস্তার কাজ বন্ধ হয়েছে ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রামে। ছবি: কৌশিক সাঁতরা

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০৪:০৬
Share: Save:

রাস্তা ঢালাই করতে ভোটের আগে আনা হয়েছিল বালি, স্টোনচিপস্‌। ভোট মিটেছে। পঞ্চায়েত তৃণমূল দখলও করেছে। তবে যে এলাকার রাস্তা ঢালাইয়ের কথা, সেই বুথে জিতেছে নির্দল!

সেই আক্রোশেই তৃণমূলের পঞ্চায়েত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনোহরপুরে। ভোটের আগে আনা বালি, স্টোনচিপস্‌ও রাতারাতি তুলে নেওয়া হয়েছে।

মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত তৃণমূলেরই ছিল। এ বারও ১১টি-র মধ্যে ১০টি আসনে জিতেছেন ঘাসফুলের প্রার্থীরা। শুধু মনোহরপুর নিউ প্রাথমিক বিদ্যালয় বুথে জিতেছেন বাম-বিজেপি-কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী কাশীনাথ দত্ত। তাঁর এলাকাতেই রাস্তার কাজ বন্ধের অভিযোগ উঠেছে। কাশীনাথবাবু বলছেন, ‘‘হেরে গিয়ে ভোটারদের জব্দ করতেই এমনটা করল তৃণমূলের পঞ্চায়েত।’’ বিডিও-র কাছেও নালিশ করেছেন কাশীনাথবাবুরা। বিডিও অরিন্দম দাশগুপ্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

মনোহরপুর বাজার সংলগ্ন পণ্ডিত পাড়া থেকে ভৌমিক পাড়া পর্যন্ত ওই মোরাম রাস্তা দীর্ঘদিন বেহাল ছিল। গত বছর প্রতাপপুরে শিলাবতীর বাঁধ ভাঙা জলে রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। শেষে একশো দিনের কাজের প্রকল্পে রাস্তা ঢালাইয়ের সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত, বরাদ্দ হয় ৩ লক্ষ ৯৬ হাজার টাকা। ওয়ার্ক অর্ডার করে বোর্ডও লাগানো হয়। কিন্তু ভোট মিটতেই রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় উন্নয়নে পক্ষপাতিত্বের নালিশ তুলে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান একাংশ গ্রামবাসী। রাস্তার কাজের সরঞ্জাম তুলতে বাধাও দেন তাঁরা। কিন্তু তাতে কান না দিয়ে বালি, স্টোনচিপস্‌ তুলে এলাকা ছাড়েন বিদায়ী পঞ্চায়েত প্রধান জয়দেব দোলই ও তাঁর দলবল।

স্থানীয় সিপিএম নেতা সমীর হাজরা, বিজেপি নেতা স্বরূপ সামুইয়ের অভিযোগ, “পঞ্চায়েত ভোটের প্রচারে তো খোদ মুখ্যমন্ত্রীই বলেছেন, তাঁর দলের লোক না জিতলে উন্নয়ন হবে না। সে জন্যই টাকা বরাদ্দের পরেও কাজ বন্ধ হল।” অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান জয়দেববাবু। তাঁর দাবি, “বহু দিন মালপত্র পড়েছিল। সামনে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কাজ হচ্ছে। গাড়ি যাতায়াতে সমস্যা হচ্ছে। তাই সরিয়ে নিলাম।” কিন্তু রাস্তা তৈরির জন্যই তো জিনিসপত্র আনা হয়েছিল। তবে কি রাস্তা হবে না? জয়দেববাবুর জবাব, ‘‘আগে বোর্ড গঠন হোক। পরে কাজ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ghatal Panchayat ঘাটাল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE