Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হেফাজত থেকে পলাতক অভিযুক্ত

সিআইডি জানায়, হাফিজুরকে গ্রেফতার করে নিয়ে আসছিলেন দক্ষিণ ২৪ পরগনার অফিসারদের একটি দল। দু’বছর ধরে পলাতক থাকা হাফিজুরকে গ্রেফতার করার পর আদালত থেকে ‘ট্রানজিট রিমান্ড’ নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০১:৫৯
Share: Save:

সিআইডির হেফাজত থেকে চম্পট দিল খুনের মামলার মূল অভিযুক্ত। গত বুধবার বধূ হত্যায় অভিযুক্ত ডায়মন্ড হারবার থানা এলাকার বাসিন্দা হাফিজুর শেখকে আজমের থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে কলকাতায় নিয়ে আসার সময় পুলিশের হেফাজত থেকে সে পালিয়ে গিয়েছে বলে সিআইডি
সূত্রে খবর।

সিআইডি জানায়, হাফিজুরকে গ্রেফতার করে নিয়ে আসছিলেন দক্ষিণ ২৪ পরগনার অফিসারদের একটি দল। দু’বছর ধরে পলাতক থাকা হাফিজুরকে গ্রেফতার করার পর আদালত থেকে ‘ট্রানজিট রিমান্ড’ নেওয়া হয়।

জগন্নাথ নস্কর নামে এক অফিসারের নেতৃত্বে ধৃতকে ইলাহাবাদ থেকে শিয়ালদহ নিয়ে আসা হচ্ছিল। তদন্তকারীদের কথায়, ভোর পাঁচটা নাগাদ ট্রেনটি সিগন্যাল না পাওয়ায় দাঁড়ায়। ওই সময় হাফিজুর আচমকা এক অফিসারের হাত ছাড়িয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয়। এর পরেই ট্রেনটি চলা শুরু করায় সিআইডি অফিসাররা আর নামতে পারেননি। ইলাহাবাদ জিআরপিতে মামলা দায়ের হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Escape Inmate Custody CID
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE