Advertisement
২০ এপ্রিল ২০২৪

কংগ্রেসের ঘরে হুমায়ুন, জল্পনা

বিপুল গতিতে এত দিন বিরোধীদের দল ভাঙিয়েছে শাসক দল। এ বার উল্টো প্রতিক্রিয়ার সম্ভাবনাও উঁকি দিতে শুরু করল!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০২
Share: Save:

বিপুল গতিতে এত দিন বিরোধীদের দল ভাঙিয়েছে শাসক দল। এ বার উল্টো প্রতিক্রিয়ার সম্ভাবনাও উঁকি দিতে শুরু করল!

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে ভাঙন ধরাতে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরকে দলে টেনেছিল তৃণমূল। উপনির্বাচনে তাঁকে হারতে হয় কংগ্রেসের রবিউল আলম চৌধুরীর কাছে। কয়েক দিন আগে ফের সেই রবিউলের হাতে তৃণমূলের পতাকা ধরান অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা। এমন করতে গিয়েই ‘এক তালুকে দুই শের’ নিয়ে বিপাকে শাসক শিবির! হুমায়ুন এখন পুরনো শিবিরে ফেরার ইচ্ছা নিয়ে নাড়াচাড়া করছেন! বিধানসভায় এসে তিনি সোমবার ঘুরেও যান কংগ্রেসের পরিষদীয় দলের ঘরে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ঘরে না থাকায় এ দিন তাঁর সঙ্গে দেখা হয়নি হুমায়ুনের। কংগ্রেসের ঘরেই কিছু ক্ষণ কাটিয়েছেন প্রাক্তন বিধায়ক। রেজিনগরে ফের বিধানসভা উপনির্বাচন হলে তিনি কি প্রার্থী হতে চান? হুমায়ুনের জবাব, ‘‘সেটা দেখতে হবে। সেটা কংগ্রেস হবে, না নির্দল হবে, না সমাজবাদী পার্টি হবে, সে সব ভেবে দেখতে হবে।’’ প্রকাশ্যে হুমায়ুনের দাবি, কোনও দলে যোগ দেওয়া বা উপনির্বাচন হলে প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি। মান্নানের দাবি বক্তব্য, ‘‘হুমায়ুন ফিরে আসতে চাইলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Humayun kabir Congress TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE