Advertisement
২৫ এপ্রিল ২০২৪
State News

স্বামী অপহরণ করেছে ছেলেমেয়েদের, অভিযোগ ইসরতের

এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার গোলাবাড়ি থানায় একটি এফআইআর করেছেন ইসরত।

ইসরত জাহান।- ফাইল চিত্র।

ইসরত জাহান।- ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৮:১২
Share: Save:

তাঁর ৪ ছেলেমেয়ের মধ্যে ২ জনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসরত জাহান। অভিযোগটা তাঁর স্বামীর বিরুদ্ধে। ২০১৪ সালে টেলিফোনে দুবাই থেকে তাঁকে তিন তালাক দেওয়ার পর তাঁর স্বামী ইসরতের ৪ ছেলেমেয়ের মধ্যে ২ জনকে তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। সেই ১৩ বছর বয়সী মেয়ে আর ৭ বছরের ছেলে কিছু দিন আগে ফিরে এসেছিল ইসরতের কাছে। ইসরতের অভিযোগ, এ দিন দুপুরে ওই দুই ছেলেমেয়েকেই অপহরণ করে নিয়ে গিয়েছেন তাঁর স্বামী।

এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার গোলাবাড়ি থানায় একটি এফআইআর করেছেন ইসরত।

আরও পড়ুন- ‘ব্লু হোয়েলে ঢোকা যায়, বেরনো যায় না’, সুইসাইড নোটে লিখে আত্মঘাতী ছাত্র

আরও পড়ুন- ‘ব্লু হোয়েল’-এর অ্যাডমিন, ১৭ বছরের কিশোরী, রাশিয়ায় গ্রেফতার

যে ৫ মহিলার অভিযোগের ভিত্তিতে তিন তালাক মামলায় সুপ্রিম কোর্ট গত সপ্তাহে ঐতিহাসিক রায় দিয়েছে, ইসরত তাঁদের অন্যতম।

এফআইআরে ইসরতের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তিনি হঠাৎ দেখেন, তাঁর ৪ ছেলেমেয়ের মধ্যে ২ জনই নিখোঁজ। তাঁর স্বামীই ওই দুই ছেলেমেয়েকে অপহরণ করেছেন।

২০১৪ সালে দুবাই থেকে টেলিফোনে ইসরতকে তিন তালাক দিয়েছিলেন তাঁর স্বামী। নিয়ে গিয়েছিলেন ইসরতের ১৩ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে। তার পরেই মামলা দায়ের করেছিলেন ইসরত।

এ দিন এফআইআরে ইসরতের অভিযোগ, ওই মামলা দায়ের করার পরেই তাঁর শ্বশুর বাড়ির লোকজন তাঁকে ‘বদ মহিলা’র তকমা দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE