Advertisement
১৯ এপ্রিল ২০২৪

যাদবপুরে ভর্তি দু’কুল রেখেই

প্রবেশিকার বিষয়ে গত বছর গঠিত তদন্ত কমিটির সুপারিশ ছিল, স্নাতক স্তরে কলা বিভাগে প্রবেশিকা এবং স্কুলের সর্বশেষ পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হোক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০১৯ ০৩:৩২
Share: Save:

পঞ্চাশ-পঞ্চাশ ফর্মুলা বা সূত্রই মান্যতা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কলা বিভাগের সব বিষয়ে ভর্তিতে মেধা-তালিকা তৈরির ক্ষেত্রে ৫০% প্রবেশিকা এবং বাকি ৫০% স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষায় পাওয়া নম্বর থেকে নেওয়া হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। অর্থাৎ ভর্তি প্রক্রিয়া নিয়ে তদন্ত কমিটির সুপারিশই মেনে নেওয়া হল। ২৮ মে কর্মসমিতির বৈঠকে ভর্তি কমিটির এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

প্রবেশিকার বিষয়ে গত বছর গঠিত তদন্ত কমিটির সুপারিশ ছিল, স্নাতক স্তরে কলা বিভাগে প্রবেশিকা এবং স্কুলের সর্বশেষ পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হোক। মেধা-তালিকা তৈরির ক্ষেত্রে ৫০% সেই পরীক্ষা থেকে নেওয়া হোক এবং বাকি ৫০% নেওয়া হোক স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে। কিন্তু কলা বিভাগের ভর্তি কমিটি সিদ্ধান্ত নেয়, এ বারেও ভর্তি হবে গত বারের নিয়মে। ইংরেজি, তুলনামূলক সাহিত্যে ভর্তি হবে শুধু প্রবেশিকার নম্বরের ভিত্তিতে। আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, বাংলা, দর্শনে প্রবেশিকার ৫০% এবং স্কুলের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশের যোগফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। সংস্কৃত, সমাজতত্ত্ব, অর্থনীতিতে ভর্তি হবে শুধু স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষার নম্বরের ভিত্তিতে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এই সিদ্ধান্ত আবার ভর্তি কমিটিতে পাঠানো হয়। যাদবপুরে কিছু বিষয়ে সরাসরি ভর্তি আর কিছু বিষয়ে প্রবেশিকা হয় কেন, বারবার প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরে ভর্তি কমিটি ৫০:৫০ ফর্মুলা দেয়। কিন্তু তা-ও অগ্রাহ্য করা হয়। তদন্ত কমিটির প্রস্তাব যাতে কলা বিভাগের প্রতিটি বিভাগই মেনে নেয়, সেই জন্য আলোচনা শুরু হয়। ইংরেজি আর তুলনামূলক সাহিত্য বিভাগ যাতে সর্বশেষ পরীক্ষায় পাওয়া নম্বরকেও গুরুত্ব দেয়, সেই বিষয়ে তৎপর হন কর্তৃপক্ষ। ইংরেজিতে অন্তত ৭০:৩০ ফর্মুলা মানার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে বিশ্ববিদ্যালয়ের খবর। অর্থনীতি, সংস্কৃত, সমাজতত্ত্বে প্রবেশিকা পরীক্ষা চালু করার বিষয়ে আলোচনা শুরু হয়। এ দিনের বৈঠকে ৫০:৫০ ফর্মুলায় সকলে একমত হন।

পদার্থবিদ্যা ও গণিত বিভাগ থেকেও দাবি উঠেছে, শুধু স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি নয়, নেওয়া হোক প্রবেশিকাও। আজ, বুধবার বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE