Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Jadavpur University

বাড়িতেই পরীক্ষা যাদবপুরে

সর্বোচ্চ আদালত এবং ইউজিসি বলেছিল, সেপ্টেম্বরেই পরীক্ষা নিয়ে ফল জানাতে হবে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০৬:১৭
Share: Save:

অতিমারিতে দূরত্ব-বিধি বজায় রাখতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাস্তাই নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাড়িতে বসে ডিজিটাল মাধ্যমে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা দেবেন সেখানকার ছাত্রছাত্রীরাও। সোমবার যাদবপুরের পরীক্ষা সংক্রান্ত বোর্ডে এই সিদ্ধান্ত হয়েছে। তবে কলকাতার মতো ২৪ ঘণ্টা ধরে পরীক্ষা হবে না সেখানে। প্রতি পত্রে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে দু’ঘণ্টার মধ্যে। প্রশ্ন ডাউনলোড করা, উত্তরপত্র পাঠানোর জন্য বাড়তি কিছু সময় মিলবে। তবে তা এক ঘণ্টার বেশি হবে না বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ইউজিসি-র নির্দেশিকার পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের আইন অনুসরণ করে ‘ডিজিটাল-ডিসট্যান্স মোড’-এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’’

সর্বোচ্চ আদালত এবং ইউজিসি বলেছিল, সেপ্টেম্বরেই পরীক্ষা নিয়ে ফল জানাতে হবে। কিন্তু উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকে ঠিক হয়, অক্টোবরে পরীক্ষা হবে এবং সেই মাসেই ফল। অক্টোবরে পরীক্ষার জন্য ইউজিসি-র অনুমতি চেয়েছে উচ্চশিক্ষা দফতর। ইউজিসি-র উত্তর দেখে নিয়ে পরীক্ষার নির্ঘণ্ট জানাবে যাদবপুর। তবে শিক্ষা সূত্রের খবর, মোটামুটি ঠিক হয়েছে, লিখিত পরীক্ষা হবে ১-১০ অক্টোবর। প্র‌্যাক্টিক্যাল, সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলি নেওয়া হবে চলতি মাসেই। হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই মূল্যায়ন করা হবে, নাকি মৌখিক ভাবে— সেটা ঠিক করবে সংশ্লিষ্ট বিভাগ। প্রশ্ন ই-মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠানো হবে। তাঁরা বাড়িতে উত্তর লিখে মেল বা হোয়াটসঅ্যাপেই উত্তরপত্র পাঠাবেন। যাঁরা তা পারবেন না, সেই সব পরীক্ষার্থীর কাছে প্রশ্ন পাঠানো এবং তাঁদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহের ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ। এর আগে রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রজেক্ট বা হোম অ্যাসাইমেন্টের মাধ্যমে যত নম্বরের মূল্যায়ন হয়েছে, তা বাদ দিয়ে বাকি নম্বরের পরীক্ষা হবে। বিজ্ঞানের পরীক্ষার ফর্ম পূরণ আজ, মঙ্গলবার। কলা শাখার ফর্ম পূরণ বৃহস্পতিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jadavpur University University of Calcutta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE