Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কাটমানি নিলে দলে ঢোকাও ‘কাট’: কৈলাস

কৈলাসের অভিযোগ, বখরার ৭৫% গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘরে গিয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ০১:৩৪
Share: Save:

কাটমানিতে (বখরায়) অভিযুক্তদের দলে নেওয়া হবে না বলে ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। কলকাতার আইসিসিআর-এ রবিবার এ রাজ্যের দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক করেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানেই কৈলাস দাবি করেন, তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীই এখন বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক। একই সঙ্গে তিনি বলেন, ‘‘কাটমানিখোরদের দলে নেওয়া হবে না। তাই বাছাই কমিটি করা হয়েছে। দিলীপ ঘোষ বলে দিয়েছেন, যারা কাটমানি নিয়েছে, বিজেপিতে তাদের এন্ট্রি এখন কাট।’’ এ দিনই গোঘাটে দলীয় কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, ১০০ জন মন্ত্রী-বিধায়ক তাঁদের দলে আসতে চান। কিন্তু তাঁদের মধ্যে কারও আর্থিক কেলেঙ্কারি থাকলে, তার দায় দল নেবে না।

কৈলাসের অভিযোগ, বখরার ৭৫% গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘরে গিয়েছে। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কৈলাস এ দিন বলেন, ‘‘দিদি নিজেকে ইমানদার বোঝাতে কর্মীদের গলায় তরোয়াল রাখছেন! এটা কি জাহাজের ক্যাপ্টেনের মতো কাজ? এটা তো ডুবন্ত জাহাজের লক্ষণ!’’

তৃণমূল অবশ্য কৈলাসের ওই সব কথাকে আমলই দিচ্ছে না। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজনৈতিক অর্বাচীনদের প্রতিটি কথার উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করছি না।’’ তবে কংগ্রেস সততার প্রশ্ন তুলে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি। বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সারদা কাণ্ডে যিনি অভিযুক্ত, সিদ্ধার্থনাথ সিংহ যাঁকে ভাগ বলেছিলেন, তাঁকে বিজেপি সসম্মানে দলে নিয়েছে। তিনিই এখন ঠিক করছেন, অন্য কাকে দলে নেবেন, না নেবেন। তার পরে আর এ সব কথা মানায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kailash Vijayvargiya BJP Bribe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE