Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গুরুঙ্গের পুজোপাঠ এড়ালেন রাজ্যপাল

আমন্ত্রণ গ্রহণ করলেও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গের চণ্ডীপাঠের আসরে গেলেন না রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে যান রাজ্যপাল। সেখান থেকে কলকাতায় ফেরার বিমান ধরেন। এর ফলে মোর্চা নেতৃত্ব অস্বস্তিতে পড়েন। যদিও মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির দাবি, ‘‘রাজ্যপাল আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। কিন্তু, আচমকা জরুরি কাজ থাকায় চলে গিয়েছেন বলে আমরা শুনেছি। এটা নিয়ে এর বেশি কিছু বলতে পারব না।’’ মোর্চার অন্দরের খবর, রাজ্যপাল জামুনিতে গেলে পাহাড়ের বিরোধীদের প্রচারের ধার কমবে বলে মোর্চা নেতাদের কয়েকজন ভেবেছিলেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ০৩:২৩
Share: Save:

আমন্ত্রণ গ্রহণ করলেও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গের চণ্ডীপাঠের আসরে গেলেন না রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে যান রাজ্যপাল। সেখান থেকে কলকাতায় ফেরার বিমান ধরেন। এর ফলে মোর্চা নেতৃত্ব অস্বস্তিতে পড়েন।

যদিও মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির দাবি, ‘‘রাজ্যপাল আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। কিন্তু, আচমকা জরুরি কাজ থাকায় চলে গিয়েছেন বলে আমরা শুনেছি। এটা নিয়ে এর বেশি কিছু বলতে পারব না।’’ মোর্চার অন্দরের খবর, রাজ্যপাল জামুনিতে গেলে পাহাড়ের বিরোধীদের প্রচারের ধার কমবে বলে মোর্চা নেতাদের কয়েকজন ভেবেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

keshari nath tripathi Bimal Gurung kolkata gorkha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE