Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নথিপত্র আসেনি, আটকেই গেল খাগড়াগড় চার্জশিট

তদন্তকারীরা তৈরিই ছিলেন। কিন্তু সম্মতিসূচক প্রয়োজনীয় সইসাবুদ-সহ মামলার কিছু কাগজপত্র এসে না-পৌঁছনোয় খাগড়াগড় বিস্ফোরণ মামলায় শুক্রবার চার্জশিট পেশ করতে পারল না জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তকারীদের একাংশ জানান, সইসাবুদ-সহ ওই সব নথিপত্র বা অনুমতি সংবলিত কাগজ দু’-এক দিনের মধ্যেই এসে যাবে। সে-ক্ষেত্রে সোম বা মঙ্গলবার চার্জশিট পেশ করা হতে পারে। মঙ্গলবারেই খাগড়াগড় মামলার ১৮০ দিন পূর্ণ হচ্ছে। এনআইএ সূত্রের খবর, দিল্লিতে সংস্থার সদর দফতর থেকে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু অনুমতিপত্র না-আসায় এ দিন খাগড়াগড় মামলার চার্জশিট দেওয়া যায়নি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৫ ০৩:১৬
Share: Save:

তদন্তকারীরা তৈরিই ছিলেন। কিন্তু সম্মতিসূচক প্রয়োজনীয় সইসাবুদ-সহ মামলার কিছু কাগজপত্র এসে না-পৌঁছনোয় খাগড়াগড় বিস্ফোরণ মামলায় শুক্রবার চার্জশিট পেশ করতে পারল না জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

তদন্তকারীদের একাংশ জানান, সইসাবুদ-সহ ওই সব নথিপত্র বা অনুমতি সংবলিত কাগজ দু’-এক দিনের মধ্যেই এসে যাবে। সে-ক্ষেত্রে সোম বা মঙ্গলবার চার্জশিট পেশ করা হতে পারে। মঙ্গলবারেই খাগড়াগড় মামলার ১৮০ দিন পূর্ণ হচ্ছে। এনআইএ সূত্রের খবর, দিল্লিতে সংস্থার সদর দফতর থেকে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু অনুমতিপত্র না-আসায় এ দিন খাগড়াগড় মামলার চার্জশিট দেওয়া যায়নি। চার্জশিটের বাকি নথিপত্র অবশ্য বৃহস্পতিবারেই তৈরি করে রেখেছিলেন গোয়েন্দারা।

খাগড়াগড় কাণ্ডে এ-পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শেষ যাকে গ্রেফতার করা হয়েছে, সেই আব্দুল মোমিন ওরফে ওয়াহাবকে ২১ মার্চ শিয়ালদহ থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ওয়াহাব ছাড়া অন্য ১৭ জন অভিযুক্তকে এ দিন কলকাতা নগর দায়রা আদালতে হাজির করানো হয়। তাদের মধ্যে তিন জন--- শাহনুর আলম, রেজাউল করিম ও হবিবুর রহমান মুখ্য বিচারক মুমতাজ খানের কাছে এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ জানায়, তাদের রাতে ঘুমোতে দেওয়া হচ্ছে না। নানা ভাবে অত্যাচার করা হচ্ছে। যদিও এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ আদালতে দাবি করেছেন, এ-সব অভিযোগ সাজানো।

পরে আদালতের বাইরে শ্যামলবাবু জানান, ওই অভিযুক্তেরা দু’দফায় এনআইএ-র হেফাজতে ছিল। সেই সময় কিন্তু তারা আদালতে এমন অভিযোগ জানায়নি। এনআইএ-র এক তদন্তকারী অফিসারের বক্তব্য, তাঁদের হেফাজতে থাকার সময় মাটিতে কম্বল বিছিয়ে শোয়ার বদলে অভিযুক্তদের জন্য নরম গদিতে শোয়ার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছিল।

খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত আমজাদ আলি শেখের আইনজীবী এ দিন আদালতে তাঁর মক্কেলের জামিনের আর্জি জানান। তাঁর বক্তব্য, বীরভূমের বাসিন্দা আমজাদ ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত নন। পাল্টা অভিযোগ জানান এনআইএ-র আইনজীবী। দু’পক্ষের সওয়াল শুনে আমজাদ-সহ অভিযুক্ত ১৭ জনকেই ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE