Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খারিজ উপাচার্য-মামলা

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নিযুক্ত অনুসন্ধান কমিটির এক্তিয়ারকে প্রশ্ন করে বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত যে মামলা করেছিলেন, বুধবার তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ওই কমিটি উপাচার্যকে কারণ দর্শানোর যে নোটিস দিয়েছে, এর ফলে তার বৈধতা বজায় রইল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০৪:১৫
Share: Save:

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নিযুক্ত অনুসন্ধান কমিটির এক্তিয়ারকে প্রশ্ন করে বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত যে মামলা করেছিলেন, বুধবার তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ওই কমিটি উপাচার্যকে কারণ দর্শানোর যে নোটিস দিয়েছে, এর ফলে তার বৈধতা বজায় রইল।

সুশান্তবাবুর মেয়াদকালীন শিক্ষক নিয়োগে অনিয়ম-সংক্রান্ত বেশ কিছু মামলা হয়েছে। একটির রায় বেরোয় মঙ্গলবার। কলকাতা হাইকোর্ট নাটকের অধ্যাপক বিপ্লব বিশ্বাসের নিয়োগ খারিজ করে ফের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়। পরপর দু’দিন দুটি রায় বিরুদ্ধে যাওয়ায় বিশ্বভারতী কর্তৃপক্ষ বিব্রত। এক কর্তা এ দিন বলেন, ‘‘আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মতো, বিশ্বভারতীও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।’’

সুশান্তবাবুর দাবি, মানব সম্পদ মন্ত্রকের কমিটি তৈরির এক্তিয়ার আছে কিনা, এই প্রশ্ন নিয়ে তাঁরা আদালতে যান। আদালত আজ বলেছে, শো কজ নোটিস দেওয়া হয়ে গিয়েছে বলে ওই প্রশ্নের আর বৈধতা নেই। কমিটি তৈরির এক্তিয়ার নিয়ে কোনও রায় দেয়নি। সুশান্তবাবু জানান, যে পদ্ধতিতে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে, তাকে প্রশ্ন করে তিনি মঙ্গলবার হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন।

বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, তৃণমূল সাংসদ সৌগত রায়-সহ অনেকে রাষ্ট্রপতির কাছে সুশান্তবাবুর বিরুদ্ধে প্রশাসনিক অদক্ষতা, নিয়োগে বিধিভঙ্গ ও আর্থিক অনিয়মের অভিযোগ করেন। যৌন হেনস্থার অভিযোগের মীমাংসা হয়নি, এই অভিযোগও ওঠে। অবসরপ্রাপ্ত এক বিচারপতি-সহ তিন সদস্যের অনুসন্ধান কমিটি গড়ে মানব সম্পদ দফতর। তারা ২৬ এপ্রিল রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয়। উপাচার্যের কাছে কারণ দর্শানোর নোটিস পাঠানোর অনুমতি চাওয়া হয় রাষ্ট্রপতির কাছে। সেই অনুমতি পেয়ে উপাচার্যকে নোটিস পাঠানো হয়। তার আগেই অনুসন্ধান কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন উপাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE