Advertisement
২৬ এপ্রিল ২০২৪

১০৫ টেট-উত্তীর্ণের জন্য সরব বিধায়ক

টেট পাশ করা সত্ত্বেও ওই শিক্ষক-প্রার্থীদের যোগ্যতা নেই বলে জানানো হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০০:৫২
Share: Save:

উত্তর দিনাজপুরে টেট-উত্তীর্ণ হয়েও শিক্ষকের চাকরিতে নিয়োগ না পাওয়া ১০৫ জন প্রার্থীর সমস্যার কথা বিধানসভায় তুলল বামেরা। টেট পাশ করা সত্ত্বেও ওই শিক্ষক-প্রার্থীদের যোগ্যতা নেই বলে জানানো হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

আদালত ২০১৭ সালের নভেম্বর মাসে নির্দেশ দেয়, এক মাসের মধ্যে তাঁদের নিয়োগ করতে হবে। তার পরেও কিছু হয়নি বলে বামেদের অভিযোগ। জেলার মন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে গত ১৬ জুন বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন ওই প্রার্থীরা।

চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রাম্জ (ভিক্টর) সোমবার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বলছি, সংখ্যালঘু তোষণের কোনও দরকার নেই। যোগ্য প্রার্থী হিসেবেই ওই ১০৫ জনকে উর্দুর শিক্ষক পদে নিয়োগ করা হোক।’’ শিক্ষক-প্রার্থীরা নিয়োগ না পেলে বিধানসভার ভিতরে-বাইরে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভিক্টর ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Left Front TET
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE