Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দেখে নিন বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা

কংগ্রেসের জন্য দরজা খোলা রেখেই প্রথম দফায় ১১৬টি আসনের প্রার্থী-তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। সেই তালিকা ঘোষণা করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার আলোচনা চলছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১১:৩৯
Share: Save:

কংগ্রেসের জন্য দরজা খোলা রেখেই প্রথম দফায় ১১৬টি আসনের প্রার্থী-তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। সেই তালিকা ঘোষণা করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার আলোচনা চলছে। আলোচনা যেমন যেমন এগোবে, সেই অনুযায়ী বাকি তালিকা চূড়ান্ত করা হবে। যে আসনে বাম প্রার্থী থাকবেন না, সেখানে তাঁদের কর্মী-সমর্থকেরা তৃণমূল ও বিজেপিকে হারাতে কংগ্রেসকে যাতে জেতান, সেই আবেদন করবেন বলেও স্পষ্ট জানিয়েছেন বাম নেতৃত্ব। দেখে নিন বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা:

মাথাভাঙা (এসসি)- খগেন বর্মন (সিপিএম)

শীতলকুচি (এসসি)- নমোদীপ্তি অধিকারী (সিপিএম)

ধূপগুড়ি (এসসি)- মমতা রায় (সিপিএম)

ডাবগ্রাম-ফুলবাড়ি- দিলীপ সিংহ (সিপিএম)

শিলিগুড়ি- অশোক ভট্টাচার্য (সিপিএম)

চোপড়া- এক্রামুল হক (সিপিএম)

চাকুলিয়া- আলি ইমরান রাম্‌জ (ভিক্টর) (ফব)

করণদীঘি- গোকুলবিহারী রায় (ফব)

হেমতাবাদ (এসসি)-দেবেন রায় (সিপিএম)

ইটাহার- শ্রীকুমার মুখোপাধ্যায় (সিপিআই)

কুশমণ্ডি (এসসি)- নর্মদা রায় (আরএসপি)

কুমারগঞ্জ- মাফুজা খাতুন (সিপিএম)

হরিরামপুর- রফিকুল ইসলাম (সিপিএম)

হবিবপুর (এসটি)- খগেন মুর্মু (সিপিএম)

নবগ্রাম (এসসি)- কানাইচন্দ্র মণ্ডল (সিপিএম)

হরিহরপাড়া- ইনসার আলি বিশ্বাস (সিপিএম)

ডোমকল- আনিসুর রহমান (সিপিএম)

করিমপুর- সমরেন্দ্রনাথ ঘোষ (সিপিএম)

তেহট্ট- রঞ্জিৎ কুমার মণ্ডল (সিপিএম)

পলাশিপাড়া- এস এম সাদি (সিপিএম)

চাপড়া- শামসুল ইসলাম মোল্লা (সিপিএম)

নবদ্বীপ- সুমিত বিশ্বাস (সিপিএম)

কৃষ্ণনগর দক্ষিণ- মেঘলাল শেখ (সিপিএম)

রানাঘাট উত্তর-পূর্ব (এসসি)- বাবুসোনা সরকার (সিপিএম)

কল্যাণী (এসসি)- অলোকেশ দাস (সিপিএম)

হরিণঘাটা (এসসি)- অজয় দাস (সিপিএম)

বনগাঁ দক্ষিণ (এসসি)- রমেন আ়ঢ্য (সিপিএম)

স্বরূপনগর (এসসি)- ধীমান সরকার (সিপিএম)

অশোকনগর- সত্যসেবী কর (সিপিএম)

নৈহাটি- গার্গী চট্টোপাধ্যায় (সিপিএম)

সন্দেশখালি (এসটি)- নিরাপদ সর্দার (সিপিএম)

কুলতলি (এসসি)- রামশঙ্কর হালদার (সিপিএম)

সাগর- অসীম মণ্ডল (সিপিএম)

কুলপি- রিয়াজুল খান (সিপিএম)

রায়দীঘি- কান্তি গঙ্গোপাধ্যায় (সিপিএম)

মন্দিরবাজার (এসসি)- শরৎ নস্কর (সিপিএম)

বারুইপুর পূর্ব (এসসি)- সুজয় মিস্ত্রী (সিপিএম)

ক্যানিং পূর্ব- আজিজার রহমান (সিপিএম)

বারুইপুর পশ্চিম- সফিউদ্দিন খান (সিপিএম)

মগরাহাট পূর্ব (এসসি)- চন্দন সাহা (সিপিএম)

ডায়মন্ডহারবার- আবুল হাসনাত (সিপিএম)

ফলতা- বিধান পাড়ুই (সিপিএম)

সাতগাছিয়া- পারমিতা ঘোষ (সিপিএম)

বিষ্ণুপুর (এসসি)- অলোক সর্দার (সিপিএম)

ভাঙড়- রশিদ গাজি (সিপিএম)

কসবা- শতরূপ ঘোষ (সিপিএম)

সোনারপুর উত্তর- জ্যোতির্ময়ী শিকদার (সিপিএম)

বেহালা পশ্চিম- কৌস্তুভ চট্টোপাধ্যায় (সিপিএম)

মহেশতলা– শমীক লাহিড়ী (সিপিএম)

মানিকতলা- রাজীব মজুমদার (সিপিএম)

কাশীপুর-বেলগাছিয়া- কনীনিকা ঘোষ (সিপিএম)

বালি- অঞ্জন বেরা (সিপিএম)

হাওড়া দক্ষিণ- অরিন্দম বসু (সিপিএম)

সাঁকরাইল (এসসি)- সমীর মালিক (সিপিএম)

উলুবেড়িয়া পূর্ব- সাবিরুদ্দিন মোল্লা (সিপিএম)

বাগনান- মীনা ঘোষ মুখোপাধ্যায় (সিপিএম)

জগৎবল্লভপুর- বৈদ্যনাথ বসু (সিপিএম)

উত্তরপাড়া- শ্রুতিনাথ প্রহরাজ (সিপিএম)

সিঙ্গুর- রবীন দেব (সিপিএম)

চন্দননগর- গৌতম সরকার (সিপিএম)

বলাগড় (এসসি)- পাঁচুগোপাল মণ্ডল (সিপিএম)

পাণ্ডুয়া- শেখ আমজাদ হোসেন (সিপিএম)

চণ্ডীতলা- মহম্মদ শেখ আজিম আলি (সিপিএম)

জাঙ্গিপাড়া- পবিত্র সিংহ রায় (সিপিএম)

হরিপাল- যোগিয়ানন্দ মিত্র (সিপিএম)

পুরশুড়া- অর্চনা মণ্ডল (সিপিএম)

আরামবাগ (এসসি)- অসিত মালিক

গোঘাট (এসসি)- বিশ্বনাথ কারক (ফব)

তমলুক- অশোক দিন্দা (সিপিআই)

পাঁশকুড়া পূর্ব- ইব্রাহিম আলি (সিপিএম)

পাঁশকুড়া পশ্চিম- চিত্তরঞ্জন দাসঠাকুর (সিপিআই)

ময়না- ছন্দায়তী দাস (সিপিএম)

চণ্ডীপুর- মঙ্গলেন্দু প্রধান (সিপিএম)

পটাশপুর- মাখন নায়েক (সিপিআই)

কাঁথি উত্তর- চক্রধর মেইকাপ (সিপিএম)

রামনগর- তাপস সিংহ (সিপিএম)

দাঁতন- শিশির পাত্র (সিপিআই)

নয়াগ্রাম (এসটি)- পুলিনবিহারী বাস্কে (সিপিএম)

কেশিয়ারি (এসটি)- বিরাম মাণ্ডি (সিপিএম)

নারায়ণগড়- সূর্যকান্ত মিশ্র (সিপিএম)

পিংলা- প্রবোধচন্দ্র সিংহ (ডিএসপি)

খড়্গপুর- শাহজাহান আলি (সিপিএম)

ডেবরা- জাহাঙ্গির করিম (সিপিএম)

ঘাটাল (এসসি)- কমল দলুই (সিপিএম)

চন্দ্রকোণা (এসসি)- শান্তি বাধুক (সিপিএম)

গড়বেতা- সরাফরোজ খান (সিপিএম)

শালবনি- শ্যাম পাণ্ডে (সিপিএম)

কেশপুর (এসসি)- রামেশ্বর দলুই (সিপিএম)

বিনপুর (এসটি)- দিবাকর হাঁসদা (সিপিএম)

বান্দোয়ান (এসটি)- সুশান্ত বেসরা (সিপিএম)

জয়পুর- ধীরেন মাহাতো (ফব)

কাশীপুর- সুদিন কিস্কু (সিপিএম)

পারা (এসসি)- দীননাথ বাউড়ি (সিপিএম)

রঘুনাথপুর (এসসি)- সত্যনারায়ণ বাউড়ি (সিপিএম)

শালতোড়া (এসসি)- ষষ্ঠীচরণ বাউড়ি (সিপিএম)

রানিবাঁধ (এসটি)- দেবলীনা হেমব্রম (সিপিএম)

রায়পুর (এসটি)- দিলীপ হাঁসদা (সিপিএম)

তালড্যাংরা- অমিয় পাত্র (সিপিএম)

ইন্দাস (এসসি)- দিলীপ মালিক (সিপিএম)

সোনামুখী (এসসি)- অজিত রায় (সিপিএম)

খণ্ডঘোষ (এসসি)- অসীমা রায় (সিপিএম)

রায়না (এসসি)- বাসুদেব খাঁ (সিপিএম)

মন্তেশ্বর- চৌধুরী মহম্মদ হেদায়েতুল্লা (সিপিএম)

বর্ধমান উত্তর (এসসি)- অপর্ণা সাহা (সিপিএম)

মঙ্গলকোট- শাজাহান চৌধুরী (সিপিএম)

আউশগ্রাম (এসসি)- বাসুদেব মেটে (সিপিএম)

পাণ্ডবেশ্বর- গৌরাঙ্গ চট্টোপাধ্যায় (সিপিএম)

দুর্গাপুর পূর্ব- সন্তোষ দেবরায় (সিপিএম)

রানিগঞ্জ- রুনু দত্ত (সিপিএম)

জামুড়িয়া- জাহানারা খান (সিপিএম)

বরাবনি- শিপ্রা মুখোপাধ্যায় (সিপিএম)

দুবরাজপুর (এসসি)- বিজয় বাগদি (ফব)

সিউড়ি- রামচন্দ্র ডোম (সিপিএম)

লাভপুর- মফিজুল করিম (সিপিএম)

ময়ূরেশ্বর- অরূপ বাগ (সিপিএম)

নলহাটি- দীপক চট্টোপাধ্যায় (ফব)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE