Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘দেশপ্রেম দিবস’ চেয়ে মোদীকে চিঠি বিমানের

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নররেন্দ্র মোদীকে চিঠি পাঠাল বামফ্রন্ট।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০৪:০২
Share: Save:

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নররেন্দ্র মোদীকে চিঠি পাঠাল বামফ্রন্ট। চিঠিতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু লিখেছেন, সুভাষচন্দ্রকে ‘পেট্রিয়ট অফ পেট্রিয়ট্স’ আখ্যা দিয়েছিলেন মোহনদাস কর্মচন্দ গাঁধী।

দেশ জুড়ে এই সময়ে যখন নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের অভাব প্রকট, সেই সময়ে দেশাত্মবোধের ভাবনা তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চারিত করা প্রয়োজন। সুভাষের লড়াই স্মরণে রেখে আর দেরি না করে তাঁর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। বিমানবাবু শুক্রবার বলেন, ‘‘বামফ্রন্টের তরফে আমরা নেতাজির ১২৩ তম জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবেই পালন করব।’’

বামফ্রন্ট জমানার শেষ দিকে রাজ্য সরকারও ‘দেশপ্রেম দিবস’ পালন করেছিল। তৃণমূলের সরকারেরও একই স্বীকৃতি দেওয়া উচিত বলে দাবি বাম নেতাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subhas Chandra Bose Biman Basu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE