Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অর্থ কমিশনে বামেদের প্রশ্ন

পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরসভার জন্য বকেয়া পাওনা চেয়ে অনেক দিন দরবার চলছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৪:২৯
Share: Save:

অর্থ কমিশনের কাজ শুধু কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে নয়। স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলি যথাযথ আর্থিক সহায়তা পাচ্ছে কি না, তা-ও তাদের দেখা উচিত বলে আর্জি জানিয়েছে বামেরা। পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরসভার জন্য বকেয়া পাওনা চেয়ে অনেক দিন দরবার চলছে। কিন্তু তার পাশাপাশি দার্জিলিং জেলার পরিকল্পনা কমিটিও তৈরি হয়নি বলে অশোকবাবুর অভিযোগ। অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরে অশোকবাবু বলেন, ‘‘অন্য সব জেলায় পরিকল্পনা কমিটি আছে। কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি যে হেতু বামেদের এবং তাঁকে কমিটিতে রাখতে হবে, তাই কমিটিটাই তৈরি হয়নি! রাজ্য সরকার কেন্দ্রের অন্যায় নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু তারা নিজেরাই এ ভাবে সংবিধানের সংস্থান লঙ্ঘন করছে।’’ সুখবিলাস বর্মার কমিশন ২০১৩ সালে রিপোর্ট জমা দেওয়ার পরে রাজ্য সরকার অভিরূপ সরকারের নেতৃত্বে বেতন কমিশন গড়েছিল। তার সুপারিশ প্রকাশ্যে আনা হয়নি কেন, সেই প্রশ্নও তুলেছে বামেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Finance Commission Asoke Bhattacharya Siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE