Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Donald Trump

ট্রাম্প-মোদীর বিরুদ্ধে বিক্ষোভের ডাক বামের

ট্রাম্পের সফরকে উপলক্ষ করে তারা সরব হবে মোদী সরকারের বিরুদ্ধেই।

ট্রাম্পের সফরের উদ্দেশে ব্যঙ্গচিত্র।

ট্রাম্পের সফরের উদ্দেশে ব্যঙ্গচিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৭
Share: Save:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদে পথে নামছে বামেরা। তাদের অভিযোগ, আমেরিকার প্রেসিডেন্ট পদে নিজের কার্যকালে ট্রাম্প বারবার গণতন্ত্র ও মানবতার অবমাননা করেছেন। নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে তাঁর কৌশলগত মিত্রতার প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের আসন্ন সফরের সময়ে দেশের নানা জায়গায় বিক্ষোভ মিছিল ও সভার কর্মসূচি নিচ্ছে বামেরা। ট্রাম্পের সফরকে উপলক্ষ করে তারা সরব হবে মোদী সরকারের বিরুদ্ধেই। ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের মতে, ‘‘ট্রাম্প আর মোদী, দুই সরকারের মধ্যেই আধিপত্যবাদের প্রবণতা স্পষ্ট। মার্কিন বিদেশনীতির সঙ্গে নৈকট্য এবং ট্রাম্প সরকারের সঙ্গে কৌশলগত সমঝোতা বাড়িয়ে মোদী দেশকে চরম দক্ষিণপন্থার দিকে নিয়ে যাচ্ছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বও বিপন্ন হচ্ছে।’’ অন্যান্য বাম দল ও নাগরিক সংগঠনের সঙ্গে যৌথ কর্মসূচির পাশাপাশি দলীয় ভাবেও ট্রাম্পের সফরের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে ফ ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE