Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পার্শ্ব-শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি

সমগ্র শিক্ষা মিশনের জন্য কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা অন্য খাতে ব্যয় হচ্ছে কিন্তু পার্শ্ব-শিক্ষকদের কাছে পৌঁছচ্ছে না, এই অভিযোগও আছে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ ০৩:১৪
Share: Save:

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর পরে এ বার সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ। পার্শ্ব-শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে অবিলম্বে আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আর্জি জানালেন তিনিও।

পার্থবাবুর বক্তব্য, পার্শ্ব-শিক্ষকদের অনশন ও অবস্থান-আন্দোসন চলছে। কিন্তু রাজ্য সরকার বিজয় উৎসবে ব্যস্ত। প্রায় একই রকম কাজ করেও পার্শ্ব-শিক্ষকেরা পূর্ণ শিক্ষকের মর্যাদা পান না। তাঁদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামোও নেই। অথচ সুপ্রিম কোর্টের রায় আছে সমকাজে সমবেতনের পক্ষে। সমগ্র শিক্ষা মিশনের জন্য কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা অন্য খাতে ব্যয় হচ্ছে কিন্তু পার্শ্ব-শিক্ষকদের কাছে পৌঁছচ্ছে না, এই অভিযোগও আছে। এমতাবস্থায় আলোচনায় বসে আন্দোলনরত পার্শ্ব-শিক্ষকদের দাবিগুলির নিষ্পত্তি করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন পার্থবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Para Teachers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE