Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

বোমা, ছাপ্পা, ইভিএম ছিনতাই: দিনভর অশান্তি পুর নির্বাচন ঘিরে

শেষবেলা এসে পাশা যে একেবারে উল্টে যাবে এমন দাবি বিরোধীরাও করছে না। যেখানে তাদের ছিটেফোঁটা উপস্থিতি, সেটাই ধরে রাখার লড়াই চালাচ্ছে তারা। কোথায় কী হাল? কেমন চলছে এই সাত পুরসভার ভোট?

হলদিয়ার ২৬ নম্বর ওয়ার্ডের দেভোগ পূর্ব প্রাথমিক স্কুলের বুথে দেখিয়ে ভোট দিতে হচ্ছে শাসক দলের সমর্থদের।—পার্থপ্রতিম দাস।

হলদিয়ার ২৬ নম্বর ওয়ার্ডের দেভোগ পূর্ব প্রাথমিক স্কুলের বুথে দেখিয়ে ভোট দিতে হচ্ছে শাসক দলের সমর্থদের।—পার্থপ্রতিম দাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ০৬:০০
Share: Save:

কোথাও বিরোধীদের বুথে ঢুকতে দেওয়া হল না, কোথাও বার করে দেওয়া হল বিরোধী এজেন্টদের, কোথাও ভোট দিতে গিয়ে মারধর খেতে হল বিজেপি প্রার্থীকে, কোথাও ছিনতাই হয়ে গেল ভোটযন্ত্র, কোথাও চলল দেদার ছাপ্পা। পুর নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে দিনভর অশান্তির খবর এল দুর্গাপুর, হলদিয়া, নলহাটি, কুপার্স এবং পাঁশকুড়া থেকে। বিক্ষিপ্ত গোলমাল হয়েছে বুনিয়াদপুরেও। তুলনামূলক ভাবে শান্তিতে ভোট হল ধূপগুড়িতে।

নির্বাচন কমিশন জানিয়েছে, গড় ভোটের হার ৭৭.৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কুপার্সে— ৮৯.৭ শতাংশ। আর ভোটের হার সবচেয়ে কম দুর্গাপুরে— ৭২.২ শতাংশ। এ ছাড়া ধূপগুড়িতে ৮৮.৪ শতাংশ, বুনিয়াদপুরে ৮০.৮ শতাংশ, হলদিয়ায় ৮৬.৭ শতাংশ, পাঁশকুড়ায় ৮০.১ শতাংশ এবং নলহাটিতে ৮১.৫ শতাংশ ভোট পড়েছে।

জলপাইগুড়ির ধূপগুড়ি, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর, নদিয়ার কুপার্স, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও পাঁশকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং বীরভূমের নলহাটি পুরসভা— এ সাতটি পুরসভায় ভোট হয়েছে। ধূপগুড়িতে ১৬, বুনিয়াদপুর এবং কুপার্স ক্যাম্পে ১৪ ও ১২, হলদিয়া ও পাঁশকুড়ায় ২৯ ও ১৮ এবং দুর্গাপুর এবং নলহাটি পুরসভায় যথাক্রমে ৪৩ ও ১৬টি আসনে ভোট হয়েছে। বুনিয়াদপুরে ভোট এই প্রথম। বাকি ছ’টিই শাসক দলের দখলে।

কোথায় কী হাল? কেমন চলছে এই সাত পুরসভার ভোট?

• দুর্গাপুরের কাদারোডের ১৩ নম্বর মেনগেট এলাকায় পুলিশের উপর হামলার। অভিযোগ বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।হামলায় দুই পুলিশ কর্মী আহত হন। পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা।

• বেলা আড়াইটা। নলহাটির একটি বুথে ইভিএম লুঠ হয়। পরে তা উদ্ধার হয়।

• বেলা সাড়ে ১২টা। হলদিয়ায় বামপ্রার্থী এজেন্টদের বার করে ছাপ্পা ভোটের প্রতিবাদে হলদিয়া মহকুমা অফিসে সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের বিক্ষোভ।

• কুপার্স ক্যাম্পে এখনও তেমন কোনও অশান্তির খবর নেই। সকাল ৯টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ২৬%

• হলদিয়া শহরে একাধিক বুথে বিরোধীদের এজেন্ট নেই। শাসকদল তাঁদের বুথে ঢুকতে দেয়নি বলে অভিযোগ।


ভোটদানের পর। দুর্গাচকে একটি তৃণমূলের ক্যাম্পে মন্ত্রী শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

• কুপার্স ক্যাম্পের ৫ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দুর্গাপুর থেকে সুব্রত সীটের প্রতিবেদন

• বুনিয়াদপুরের ১ এবং ৫ নম্বর ওয়ার্ডে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে বচসা শাসকদলের কর্মীদের।

• সকাল ৮টা ৪৫মিনিট। হলদিয়ায় ভোট দিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কুপার্স ক্যাম্প থেকে সৌমিত্র সিকদারের প্রতিবেদন

• সকাল সাড়ে ৮টা। পাঁশকুড়ার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী এবং ৩ পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে।

পাঁশকুড়া বরুণ দে-র প্রতিবেদন

• হলদিয়া ২৯ নম্বর ওয়ার্ডে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বাইকবাহিনীর বিরুদ্ধে।

হলদিয়া থেকে আরিফ ইকবালের প্রতিবেদন

• নলহাটির ৭ এবং ১৭ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায়। ভোটগ্রহণ আধঘণ্টা বন্ধ থাকে।

হলদিয়ার ২৬ নম্বর বুথে দুজন লোক পর পর ইভিএম-এ বোতাম টিপছে। ছবি : পার্থপ্রতিম দাস ।


হলদিয়ার ভোট দেওয়ার লাইন। —নিজস্ব চিত্র।

• সকাল ৭টা ১৫ মিনিট। নলহাটির ৮ নম্বর ওয়ার্ডে বুথে বহিরাগত প্রবেশের অভিযোগ বিরোধীদের।

ফের নির্বাচনের দাবিতে হলদিয়া মহকুমা শাসকের দফতরের সামনে লক্ষ্মণ শেঠ-সহ বিজেপি সমর্থকরা।—নিজস্ব চিত্র।

• দুর্গাপুরে ভোট শুরুর আগে বাম-বিজেপির পতাকা ছেড়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

• সকাল ৭টা থেকে সাত পুরসভার মোট ১৪৮টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন:

অসম টক্করেও জমজমাট ভোট ময়দান

লজে নাকি বাইরের লোক, হানা পুলিশের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE