Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জনজাতি বাধায় বন্ধ খনির কাজ

সম্প্রতি ঠিকাদারের লোকজন এনে বাস্তবপুরের কাছে ফের কাজ শুরু করার চেষ্টা হলে জনজাতি মানুষ জমায়েত হয়ে তাঁদের কাজ বন্ধ করতে বাধ্য করেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫৮
Share: Save:

স্থানীয় মানুষের বাধায় বন্ধ হল খয়রাসোলে খোলামুখ খনির কাজ।

গঙ্গারামপুর মৌজার বাস্তবপুর দেবগঞ্জ এলাকায় খোলামুখ কয়লা খনি প্রকল্প এলাকার মধ্যে রয়েছে ২৭০ একর বনাঞ্চল এবং ১০-১১টি জনজাতি গ্রাম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোনও রকম আলোচনা না করে বনাঞ্চল কাটা শুরু হলে প্রতিবাদ করে আদিবাসী গাঁওতা। ‘সেভ ডেমোক্র্যাসি’র প্রতিবাদ-সভার পরে ওখানে কাজ বন্ধই ছিল।

সম্প্রতি ঠিকাদারের লোকজন এনে বাস্তবপুরের কাছে ফের কাজ শুরু করার চেষ্টা হলে জনজাতি মানুষ জমায়েত হয়ে তাঁদের কাজ বন্ধ করতে বাধ্য করেন। অভিযোগ, শাসক দলের কিছু নেতা আলোচনা ছাড়াই খনির কাজ শুরু করাতে চাইছেন। আদিবাসী গাঁওতার সম্পাদক সুনীল সোরেন ও ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তী স্থানীয় প্রশাসনকে বলেছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে। প্রস্তাবিত কয়লা খনি এলাকার মানুষের অধিকার ও মর্যাদার দাবিতে বুধবার মহম্মদবাজারের ভাঁড়কাটা পঞ্চায়েতে সিটু, কৃষকসভা, খেতমজুর ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে গণ-কনভেনশনও হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khoyrasol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE