Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lockdown in India

বিমান-ট্রেন বন্ধ, কাজে যোগ দিতে গাড়িতেই মুম্বই-শিলং পাড়ি বিচারপতিদের

লকডাউনের মধ্যে সড়ক পথেই মুম্বই যাওয়া মনস্থ করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। অন্য এক বাঙালি প্রধান বিচারপতিকেও দায়িত্ব নিতে ইলাহাবাদ থেকে কলকাতা হয়ে শিলং যেতে হবে। সেটাও সড়ক পথেই।

বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। ফাইল চিত্র।

বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১৭:৪৬
Share: Save:

লকডাউন চলছে। ট্রেন-বিমান সবই বন্ধ। সুপ্রিম কোর্ট তার মধ্যে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন কলকাতা হাইকার্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে। ২৭ এপ্রিল অবসর নিচ্ছেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি বিপি ধর্মাধিকারী। হাইকোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য রাখা যায় না। তাই পরের দিনই দায়িত্ব নিতে হবে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে। ফলে, লকডাউনের মধ্যে সড়ক পথেই মুম্বই যাওয়া মনস্থ করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। অন্য এক বাঙালি প্রধান বিচারপতিকেও দায়িত্ব নিতে ইলাহাবাদ থেকে কলকাতা হয়ে শিলং যেতে হবে। সেটাও সড়ক পথেই।

ঘনিষ্ঠ মহলে বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ শনিবারই রওনা দেবেন তিনি। আগামী মঙ্গলবার মুম্বইতে তাঁর শপথগ্রহণ। তিনি একা যাবেন না। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি দত্তের সঙ্গে যাবেন তাঁর স্ত্রী-ও। তিনি অসুস্থ। তবে গোটা ব্যাপারটাকে বিশেষ আমল দিতে রাজি নন ওই বিচারপতি। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, গাড়িতে যেতে তাঁর কোনও অসুবিধা নেই। সড়ক পথে এর আগেও তিনি বহু লম্বা সফর করেছেন। তাই কলকাতা থেকে মুম্বই, প্রায় ২ হাজার কিলোমিটার পাড়ি দেওয়া নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। পথে অবশ্য কয়েক জায়গায় থামবে তাঁর গাড়ি— বিশ্রাম ও রাত কাটাতে। কোথায় কোথায় থামতে হবে, শুক্রবার রাতের মধ্যে সেই তালিকা চলে আসবে বলে জানা গিয়েছে।

৫৫ বছর বয়সী বিচারপতি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের কনিষ্ঠ প্রধান বিচারপতিদের অন্যতম হবেন। তাঁর বাবা সলিলকুমার দত্তও ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তাঁর শ্যালক অমিতাভ রায় সুপ্রিম কোর্টের বিচারপতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৫ বছরের আইন পাঠক্রম চালু হওয়ার পর তিনি সেই প্রথম ব্যাচের ছাত্রদের মধ্যে অন্যতম। তিনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি হিসাবেও দীর্ঘ দিন কাজ করেছেন। ২০০৬ সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

আরও পড়ুন: বিশ্রী ব্যর্থতা ঢাকার জন্যই আপনার এত কৌশল: ফের তীব্র আক্রমণে ধনখড়

বিচারপতি দত্তের মতোই সড়ক পথে লম্বা রাস্তা পাড়ি দিয়ে কর্মস্থলে পৌঁছতে হবে আরও এক বাঙালি বিচারপতিকেও। তবে তাঁকে রাস্তা পাড়ি দিতে হবে দু’দফা। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার বর্তমানে ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্ট তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেছে। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, তাঁকেও প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে সড়ক পথেই প্রথমে ইলাহাবাদ থেকে কলকাতা পৌঁছতে হবে প্রায় ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে। সূত্রের খবর, কলকাতায় এসে তিনি নিজের বাড়িতে বিশ্রাম নিয়ে ফের রওনা হবেন মেঘালয়ের রাজধানী শিলঙের উদ্দেশে। সে রাস্তাও কম নয়, প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার।

আরও পড়ুন: প্রতিনিধি পাঠাল রাজ্য, হাওড়া পরিদর্শনে কেন্দ্রীয় দল

বিচারপতি দত্তের মতো যদিও সড়কপথে পাড়ি দিতে অতটা স্বচ্ছন্দ নন বিশ্বনাথবাবু। তাঁর ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে, ইচ্ছা না থাকলেও উপায় নেই। একই ভাবে মেঘালয় হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি মহম্মদ রফিক গাড়ি করেই পৌঁছবেন ভুবনেশ্বর, ওড়িশা হাইকর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে।

অনেক বেনজির ঘটনার মধ্যে লকডাউনের সৌজন্যে এটাও আরও এক নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী এবং কর্মীরা।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cORONAVIRUS Kolkata CJI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE