Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভাঙড়ে এক লক্ষ ‘লিড’ চাই, বলে দিলেন অরূপ

গোটা মঞ্চ ঘুরে জনসংযোগে সাড়া পেয়েছেন অভিনেত্রী-প্রার্থী মিমি।

নিজস্বী: প্রচারে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার ভাঙড়ে। ছবি: পিন্টু মণ্ডল

নিজস্বী: প্রচারে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার ভাঙড়ে। ছবি: পিন্টু মণ্ডল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:৩৫
Share: Save:

শুধু জয়ই নয়। যাদবপুর লোকসভা আসনের অন্তর্গত ভাঙড়ে ব্যবধানের লক্ষ্যও বেঁধে দিল তৃণমূল। শুধু এই বিধানসভা থেকেই ১ লক্ষ ব্যবধান চান দলের ভারপ্রাপ্ত নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।

দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দ্ব আর দলের বাইরে জমি নিয়ে ক্ষোভ—এই কাঁটা মাথা রেখেই ভাঙড় নিয়ে বাড়তি সতর্ক তৃণমূল। দলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে অনুষ্ঠিত সভায় জমি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মফিজুল ইসলামের বাবা সুকুর আলি মণ্ডলকে হাজির করে সেই বার্তাই দিয়েছে তৃণমূল। ভাঙড় গণ আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীদের নাম করে তোপ দেগে সুকুর আলি বলেন, ‘‘অলীকরা আমাদের ভুল বুঝিয়ে পাওয়ার গ্রিড নিয়ে ব্যবসা করছিলেন। খামোখা আমার ছেলের মতো কটা প্রাণ ঝরে গেল।’’ দলের এ দিনের প্রচারমঞ্চে ভাঙড়ের বিবদমান সব গোষ্ঠীকেই হাজির করেন অরূপ। তাঁদের উপস্থিতিতেই এই ব্যবধানের লক্ষ্য বেঁধে নেতৃত্বের মনোভাব বুঝিয়ে দিয়েছেন অরূপ। গত লোকসভা ভোটে যাদবপুরে তৃণমূলের এক লক্ষ ২২ হাজারের ব্যবধানে ৬০ হাজারের বেশি লিড আসে ভাঙড় থেকেই। তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বলেন, ‘‘চাইলে ৭৫ হাজার ব্যবধানও সম্ভব।’’ কাইজার, ওহিদুল, রেজ্জাদের মতো নেতাদের পাশে নিয়ে অরূপের দাবি, ‘‘এক লক্ষের লিড চাই! পরে বিজয় মিছিলে আসব।’’

গোটা মঞ্চ ঘুরে জনসংযোগে সাড়া পেয়েছেন অভিনেত্রী-প্রার্থী মিমি।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE