Advertisement
২০ এপ্রিল ২০২৪

উন্নয়নেই দেবের চ্যালেঞ্জ ভারতীকে

প্রতিপক্ষের নাম জানা মাত্র উন্নয়নের তাস খেললেন দেব। বিরুদ্ধ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের অস্বস্তি বাড়িয়ে মনে করিয়ে দিলেন, পুরানো সেই দিনের কথা!

অভিজিৎ চক্রবর্তী
ঘাটাল শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০৩:২৪
Share: Save:

প্রতিপক্ষের নাম জানা মাত্র উন্নয়নের তাস খেললেন দেব। বিরুদ্ধ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের অস্বস্তি বাড়িয়ে মনে করিয়ে দিলেন, পুরানো সেই দিনের কথা!

কানাঘুষো ছিলই। তা সত্যি করে দোলের সন্ধ্যায় ঘাটাল লোকসভায় তৃণমূলের দীপক (দেব) অধিকারীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হয় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের নাম। তা জেনেই ফেসবুকে দেব লেখেন, ‘বিজেপি প্রার্থী শ্রীমতী ভারতী ঘোষকে শুভেচ্ছা। উনি আমাদের জেলার এসপি ছিলেন, ঘাটালে রাজ্য সরকারের উন্নয়নের কাজে সাহায্যও করেছেন। জেতা-হারা পরের কথা, আমরা সবাই মিলে আগামী দিনে ঘাটালে উন্নয়নের কাজ চালিয়ে যাব’।

একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন ভারতী। প্রচারে তিনি রাজ্য সরকারকে বিঁধবেন। তাই আগেই প্রাক্তন এসপি-কে তাঁর অতীত মনে করিয়ে দেব প্রতিপক্ষকে ‘অস্বস্তি’তে রাখলেন বলে মত তৃণমূলের একাংশের। যদিও অন্য অংশের ব্যাখ্যা, বিপক্ষের প্রতি সৌজন্য দেবের ‘ট্রেডমার্ক’। সৌজন্য ফিরিয়েছেন ভারতীও। তাঁর মন্তব্য, “ও (দেব) ভাল ছেলে, ভাল অভিনেতা। আমার ভাইয়ের মতো। তবে এই দলে ওঁর দাঁড়ানো উচিত হয়নি।”

ভারতী ঘাটালেরই দাসপুরের প্রতারণা মামলায় অভিযুক্ত। এই পরিস্থিতিতে কেন তাঁকে ঘাটালে প্রার্থী করা হল? বিজেপির ব্যাখ্যা, এই এলাকা ভারতী হাতের তালুর মতো চেনেন। তাঁর যেমন নিজস্ব ভাবমূর্তি রয়েছে তেমনই ‘নেটওয়ার্ক’ এখনও শক্তিশালী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, “এখানে যিনি তৃণমূল দলটা চালাতেন, সেই ভারতী ঘোষ এখন বিজেপি নেত্রী। তাই তৃণমূল আগে নেতা খুঁজুক।”

আরও পড়ুন: প্রথম দফার তালিকাতে অসন্তুষ্ট কর্মীরা, ক্ষোভের মুখে জেরবার রাজ্য বিজেপি

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তৃণমূলের যুক্তি, এমন এক জনকে প্রার্থী করা হয়েছে যিনি নিরাপরাধ প্রমাণিত হননি। তার উপর যেখানে গোলমালের শুরু, সেই ঘাটালেই ভারতীকে প্রার্থী করা হয়েছে। এ সব বিজেপির বিপক্ষে যাবে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘উনি (ভারতী) প্রার্থী হওয়ার আমাদের সুবিধে হল। বিজেপির বহু কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।” দিলীপের পাল্টা বক্তব্য, “ভারতীদেবী দাপুটে পুলিশ সুপার ছিলেন। ভোটেও দাপটের সঙ্গেই জিতবেন। আমরা ওঁকে জেতানো‌টা চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছি।”

চ্যালেঞ্জ নিচ্ছেন ভারতীও। বলছেন, “আমি লড়াইয়ে তৈরি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE