Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শাহের হুমকির প্রতিবাদ ঈশার

নমঃশূদ্র-সহ তফসিলি জাতি ও উপজাতিভুক্ত বহু মানুষও বিজেপি নেতৃত্বের হুঙ্কারে আশঙ্কায় ভুগছেন বলে অভিযোগ কংগ্রেসের।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০১:৫৯
Share: Save:

রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বিজেপি নেতারা যে ভাবে নাগরিকপঞ্জি তৈরি করে ‘বাংলাদেশি’দের বিতাড়নের হুমকি দিচ্ছেন, তার তীব্র প্রতিবাদ জানাল কংগ্রেস। তাদের অভিযোগ, অমিত শাহেরা সংবিধান, আইন-কানুন কিছুই মানছেন না।

সুজাপুরের বিধায়ক তথা মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর বক্তব্য, ‘‘৬০-৭০ বছর ধরে যাঁরা এ রাজ্যে আছেন, ভোটাধিকার পেয়েছেন, তাঁদের বিজেপি বললেই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে? বিজেপি নেতাদের এই হুমকি এবং বিভাজনের রাজনীতির প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচিত হলে সংসদে গিয়েও এমন চেষ্টার বিরুদ্ধে সরব হব।’’

নমঃশূদ্র-সহ তফসিলি জাতি ও উপজাতিভুক্ত বহু মানুষও বিজেপি নেতৃত্বের হুঙ্কারে আশঙ্কায় ভুগছেন বলে অভিযোগ কংগ্রেসের। তাঁদের নিরাপত্তার স্বার্থে পাশে দাঁড়ানোর কথাও বলেছেন ঈশা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE