Advertisement
২৩ এপ্রিল ২০২৪

‘বহিরাগত’ তকমার বিরুদ্ধে যুঝতে হচ্ছে কংগ্রেস প্রার্থীকে

সম্প্রতি একের পর এক ভোটে  কংগ্রেসের ভরাডুবি হয়েছে বনগাঁয়। সাংগঠনিক শক্তি কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। বেশির ভাগ কর্মী-সমর্থকেরা তৃণমূলে চলে গিয়েছেন।

প্রচার: সৌরভের—নিজস্ব চিত্র

প্রচার: সৌরভের—নিজস্ব চিত্র

সীমান্ত মৈত্র
বনগাঁ শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০১:৩৩
Share: Save:

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে প্রচার কৌশল নিয়ে দফায় দফায় আলোচনা করছেন। কখনও সরাসরি নেমে পড়ছেন পথ চলতি মানুষের মধ্যে। প্রচারের মাঝে ভ্যান চালক, টোটো চালক, অটো চালকদের সঙ্গে আলাপ-পরিচয়ও সেরে নিচ্ছেন বছর আঠাশের তরুণ প্রার্থী।

বুধবার এ ভাবেই প্রচার শুরু করলেন বনগাঁ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, দলের রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ।

সম্প্রতি একের পর এক ভোটে কংগ্রেসের ভরাডুবি হয়েছে বনগাঁয়। সাংগঠনিক শক্তি কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। বেশির ভাগ কর্মী-সমর্থকেরা তৃণমূলে চলে গিয়েছেন। অনেক প্রবীণ কংগ্রেস কর্মী রাজনীতি থেকে সরে গিয়েছেন। এই পরিস্থিতিতে লড়াইটা যে কঠিন, তা মানছেন কংগ্রেস নেতৃত্বও। কিন্তু হাল ছাড়তে রাজি নন সৌরভ।

গাইঘাটা এলাকা থেকে সৌরভের প্রচার পর্ব শুরু হয়। দুপুরে গিয়েছিলেন বাগদায়। হেলেঞ্চা এলাকায় গিয়ে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করেন তিনি। তারপরে টোটো চালক, অটো চালক, ভ্যানচালকদের সঙ্গে পরিচয় করেন। কর্মীদের সঙ্গে নিয়ে পথচলতি মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বুধবার ছিল হেলেঞ্চা এলাকায় হাট। সেখানে ঢুকে পড়েন সৌরভ। দোকানি ও ক্রেতাদের সঙ্গে হাত মেলান। হাতজোড় করে, বড়দের প্রণাম করে ভোট দেওয়ার আবেদন করেন। আগামী দিনে কংগ্রেসের পাশে থাকার আবেদনও জানান মানুষের কাছে। হাটে আসা লোকজন কেউ কেউ পরে বলেন, ‘‘ছেলেটির ব্যবহার খুবই ভাল বলে মনে হল।’’ সন্ধ্যায় বনগাঁ শহরে মিছিল করেন সৌরভ। স্থানীয় ট বাজারেও প্রচারে যান।

দুপুরে সৌরভ বনগাঁ হাইস্কুল মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসে এলাকার প্রবীণ কংগ্রেস কর্মী দুলাল দেবনাথ, নারায়ণ মিত্র, বাসুদেব দাস, বলাইকুমার বসু-সহ কয়েকজনের সঙ্গে ভোট নিয়ে আলোচনা করেন। তাঁর হয়ে প্রচারে নামার অনুরোধ জানান। স্কুল শিক্ষকদের মাধ্যমে কংগ্রেস রাজনীতিতে আসা সৌরভের। সকলে বলেন, কী ভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ‘মিথ্যে মামলায়’ ৯ দিন জেল খাটানো হয়েছিল তাঁকে। নারায়ণ বলেন, ‘‘প্রার্থী ভাল। আশা করছি কংগ্রেসের সকলে প্রচারে নামবেন।’’

আপাতত সৌরভের অস্থায়ী ঠিকানা বনগাঁ শহর কংগ্রেসের কার্যালয়। ‘বহিরাগত’ তকমার মোকাবিলা করতেই হচ্ছে বালুরঘাটের বাসিন্দা যুবককে। তাঁর অবশ্য যুক্তি, ‘‘এটা লোকসভা ভোট। পশ্চিমবঙ্গবাসী হিসাবে রাজ্যের যে কোনও এলাকা থেকে দাঁড়াতে পারি। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসাবে সব জেলার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। বনগাঁতেও আমি বহুবার দলীয় কাজে এসেছি।’’

বনগাঁ শহর কংগ্রেস সভাপতি কৃষ্ণপদ চন্দ বলেন, ‘‘প্রদেশ নেতৃত্ব সৌরভকে বনগাঁয় প্রার্থী করছেন। আমরা সকলে প্রার্থীর হয়ে জান লড়িয়ে দিচ্ছি। আশা করছি, ভোটের ফল ভালই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE