Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সবাই ঘুঙুর বেঁধে তৈরি, মোদীর মন্তব্যে বিতর্ক

ফিরহাদের মতে, প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথা গোটা দেশের মানুষের অসম্মান। মোদীর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের নজর দেওয়া উচিত। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেসও।

মোদী: ইলামবাজারে। নিজস্ব চিত্র

মোদী: ইলামবাজারে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০২:৩৫
Share: Save:

প্রধানমন্ত্রী হওয়ার আশায় বিরোধী নেতা-নেত্রীরা পায়ে ঘুঙুর বেঁধে তৈরি। বুধবার পশ্চিমবঙ্গে এসে এই ভাষাতেই প্রতিপক্ষকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ ইলামবাজারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মোদী। মমতার নাম না করে বলেন, ‘‘এত সব নেতার নাম বাজারে আসছে। সব গলি মহল্লায় শোনা যাচ্ছে...। কেউ ৪০টা আসনে লড়ছেন তো কেউ ২০ কিংবা ২৫টায়। অথচ এঁদের সবাই এখন প্রধানমন্ত্রী হতে চাইছেন। সবাই ঘুঙুর বেঁধে তৈরি হয়ে গিয়েছেন।’’

মোদীর এমন মন্তব্যের পরেই তীব্র ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের নেতারা। তৃণমূলের ফিরহাদ হাকিম বলেন, ‘‘প্রধানমন্ত্রী তাঁর পদমর্যাদা ধরে রাখতে পারেননি। উনি কী ভাবে ঘুঙুর বেঁধে তৈরি হওয়ার কথা বললেন? পাঁচ বছর আগে উনি যখন ‘অচ্ছে দিন’-এর কথা বলে ভোট চাইতে এসেছিলেন, তখন কি পায়ে ঘুঙুর বেঁধে তৈরি হয়েছিলেন?’’ ফিরহাদের মতে, প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথা গোটা দেশের মানুষের অসম্মান। মোদীর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের নজর দেওয়া উচিত। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেসও। অভিষেক মনু সিঙ্ঘভির মন্তব্য, ‘‘লজ্জাজনক কথাবার্তা মোদীর। দীর্ঘ সময় ধরে উনি মুখ্যমন্ত্রী ছিলেন, পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছেন। তবে যে ধরনের সস্তা মন্তব্য করে থাকেন, তা দেশের প্রধানমন্ত্রীকে মানায় না। দেশের সামনে মোদীর ক্ষমা চাওয়া উচিত।’’

ঝাড়খণ্ডের লোহারডাগাতেও আজ একই বিষয় নিয়ে মোদী নিশানা করেন রাহুল গাঁধীকে। বলেন, ‘‘যে নেতারা তাঁদের লোকসভা কেন্দ্রের ভিতরে একটা বিধানসভাতেও জিততে পারেন না, তাঁরাই দিনে দশ বার আয়নার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন দেখছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE