Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লড়াই কঠিনই, স্বীকার দীপার

রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালায় অন্তত ১১০ একর জায়গায় ওই হাসপাতাল গড়ে তোলার কথা ছিল। দীপার বক্তব্য, ওই হাসপাতাল ইউপিএ সরকারের সিদ্ধান্ত ছিল।

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সি।

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সি।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৬:৫৭
Share: Save:

এমসের ধাঁচের হাসপাতাল তৈরির স্বপ্ন দেখেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। সেই স্বপ্ন এ বারেও নির্বাচনী প্রচারে ফেরি করবেন প্রিয়জায়া তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সি। বুধবার রায়গঞ্জে এ কথা জানিয়েছেন তিনি। তবে তাতেও নির্বাচনী বৈতরণী পার করা যে শক্ত, তা তিনি স্বীকার করে নিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, সাংগঠনিক ভাবে কংগ্রেস এখন শক্তিশালী নয়। তার উপর রাজ্যে শাসক দল পুলিশ প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে। এই অভিযোগ তুলে দীপা বলেন, ‘‘লড়াই তাই কঠিন-ই।’’

রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালায় অন্তত ১১০ একর জায়গায় ওই হাসপাতাল গড়ে তোলার কথা ছিল। দীপার বক্তব্য, ওই হাসপাতাল ইউপিএ সরকারের সিদ্ধান্ত ছিল। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তাঁকে দীপা চিঠি দিয়েছিলেন বলে দাবি করেন। তাঁর দাবি, ‘‘কিন্তু কোনও জবাব পাইনি। তাতে উত্তরবঙ্গ-সহ এই অঞ্চলের মানুষ এমস-এর মতো হাসপাতালের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।’’ দীপার কথায়, ওই প্রকল্পের জন্য বামেরা জমিতে দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে জমি দিতে উদ্যোগী হননি। অথচ কৃষকেরা স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিলেন। তাই সেই কাজ না হওয়ার দায় তৃণমূলের উপরে বর্তায়।’’

তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘নির্বাচনের সময় বলেই এ কথা বলছেন কংগ্রেস প্রার্থী। কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে তৃণমূলও চায়। সকলে মিলে বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে পারলে তৃণমূল সেখানে থাকলে এমসের বিষয়টি আমরাও দেখব।’’ সিপিএম অবশ্য দীপার অভিযোগে আমল দিতে নারাজ। আসন সমঝোতা না হওয়ার জন্য এ দিন দীপা দায়ী করেন বাম নেত্বকেই। দীপার দাবি, সম্মানজনক জায়গায় থেকেই আসন সমঝোতা হয়। বামেরা সেটা করেনি। বামেরা সেই দাবি অস্বীকার করেছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Congress Deepa Dasmunsi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE