Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাহুলের সভায় সম্মতি কমিশনের

মালদহে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সমাবেশের অনুমতি মিলল।

মালদহে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সমাবেশের অনুমতি মিলল। ছবি: পিটিআই।

মালদহে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সমাবেশের অনুমতি মিলল। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৩:১০
Share: Save:

জেলা প্রশাসন আপত্তি তুলেছিল। কিন্তু নির্বাচন কমিশনের হস্তক্ষেপে মালদহে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সমাবেশের অনুমতি মিলল। শব্দবিধি মেনেই সভায় মাইক ব্যবহার করার জন্য উদ্যোক্তা কংগ্রেসকে নির্দেশ দিয়েছে কমিশন।

মালদহ জেলার চাঁচলের কলম বাগান মাঠে আগামী ২৩ মার্চ রাহুলের সভা করার জন্য জেলা প্রশাসনের অনুমতি চেয়েছিল কংগ্রেস। কিন্তু তাদের অভিযোগ, সিবিএসই পরীক্ষা চলায় মাইক ব্যবহার করে এখন সভা করা যাবে না বলে জানানো হয়েছিল জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের দফতর থেকে।

জেলা থেকে আপত্তি আসায় মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের কমিউনিকেশন শাখার চেয়ারম্যান অমিতাভ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রশান্ত দত্ত কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন। কংগ্রেস নেতারা যুক্তি দেন, তিন দিন আগে বহরমপুরে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী ও পর দিন রায়গঞ্জে বামফ্রন্টের নির্বাচনী সভা হয়েছে মাইক নিয়েই। বাঁকুড়ায় সোমবার যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভায় স্টেডিয়ামের মধ্যে সাউন্ড বক্স বা মাইক ব্যবহার হয়েছে। তা হলে তাঁরা কেন শব্দবিধি মেনে সভা করতে পারবেন না? আলোচনার পরে সিইও তাঁদের বিধি মেনে সমাবেশ করার অনুমতি দিয়েছেনবলে কংগ্রেস নেতারা জানিয়েছেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কংগ্রেস সূত্রের বক্তব্য, মালদহে রাহুলের কোনও রোড-শো বা পদযাত্রার কর্মসূচি থাকছে না। চাঁচলে শুধু সমাবেশেই যাওয়ার কথা কংগ্রেস সভাপতির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE