Advertisement
২০ এপ্রিল ২০২৪

এ বার লকেটের হাতে খাপে ভরা তরোয়াল

গত রবিবার চুঁচুড়া শহরে যে রামনবমীর মিছিল হয়, তাতে তির-ধনুক হাতে দেখা গিয়েছিল লকেটকে।

সশস্ত্র: তরোয়াল হাতে লকেট। নিজস্ব চিত্র

সশস্ত্র: তরোয়াল হাতে লকেট। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০৬:৩৩
Share: Save:

তির-ধনুকের পর এ বার তাঁর হাতে খাপে ভরা তরোয়াল!

ফের রামনবমীর মিছিলে অস্ত্র হাতে দেখা গেল হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। বুধবার দুপুরে চন্দননগরের বাগবাজারে জিটি রোডে ওই মিছিলে খাপে ভরা তরোয়াল হাতে মিনিট কয়েক হাঁটেন লকেট। খাপ খোলা তরোয়াল নিয়ে তাঁর পাশে হেঁটেছেন হুগলির বিজেপি জেলা সভাপতি সুবীর নাগ।

গত রবিবার চুঁচুড়া শহরে যে রামনবমীর মিছিল হয়, তাতে তির-ধনুক হাতে দেখা গিয়েছিল লকেটকে। এ জন্য নির্বাচন কমিশনের কাছে তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বুধবার একই ছন্দে দেখা গেল বিজেপি প্রার্থীকে। তবে, এ দিন অস্ত্র নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মিছিলে শহরের বিভিন্ন এলাকার প্রায় ২০টি সংগঠনের কয়েক হাজার মানুষ যোগ দেন। সকলে প্রথমে গঞ্জের বাজার এলাকায় জিটি রোডে মিলিত হন। এরপরে মিছিলটি ওই রাস্তা ধরে তালডাঙা হয়ে পালপাড়া, তারপরে বাগবাজার, জ্যোতির মোড়, স্ট্র্যান্ড হয়ে উর্দিবাজারে শেষ হয়। কোনও রকম অশান্তি এড়াতে চন্দননগর কমিশনারেটের পদস্থ কর্তাদের নেতৃত্বে নজরদারি চালানো হয়।

কমিশনারেটের এক কর্তা জানান, অস্ত্র মিছিলে যোগদানীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মিছিলের ছবি তুলে রাখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE