Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

আজ আসছেন প্রধানমন্ত্রী

এর আগে ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী ডায়মন্ড হারবার শহরে হুডখোলা গাড়িতে রোড শো করেছিলেন।

প্রস্তুতি: সভার জন্য আনা হয়েছে এই গাড়ি। নিজস্ব চিত্র

প্রস্তুতি: সভার জন্য আনা হয়েছে এই গাড়ি। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
বসিরহাট ও ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ০০:০৫
Share: Save:

টাকিতে আজ, বুধবার সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে এই সভা। মোদীর সফরের চার দিন আগেই বিশেষ কেন্দ্রীয় গোয়েন্দা দল বসিরহাটে চলে এসেছে। হেলিপ্যাড থেকে সভাস্থলে যাওয়ার জন্য কনভয়ের বিশেষ গাড়ি পৌঁছে গিয়েছে। কালো রঙের ওই গাড়িগুলি বসিরহাট থানায় রাখা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার সকালে দফায় দফায় হেলিকপ্টার উঠা-নামা-সহ নানা দিক নিয়ে মহড়া দেন এসপিজি জওয়ানেরা। ২০১৬ সালের ২১ এপ্রিল বিধানসভা নির্বাচনের সময়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারের জন্য বসিরহাটে এসেছিলেন মোদী। সে বার বসিরহাটের ভ্যাবলা মাঠে সভা করেন।

আজ ডায়মন্ড হারবারেও সভা করবেন মোদী। এর আগে ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী ডায়মন্ড হারবার শহরে হুডখোলা গাড়িতে রোড শো করেছিলেন। প্রধানমন্ত্রী নরসিংহ রাও প্রধানমন্ত্রী থাকাকালীন এসডিও মাঠের হেলিপ্যাডে নেমে বেঙ্গল চেম্বার অফ কর্মাসের একটি অনুষ্ঠানে অল্প সময়ের জন্য এসেছিলেন। তারপরে কয়েক দশক কোনও প্রধানমন্ত্রীর পা পড়েনি এই শহরে। স্বাভাবিক ভাবেই মানুষের আগ্রহ তৈরি হয়েছে। লাইট হাউজের মাঠে সভার প্রস্তুতির প্রায় শেষ পর্বে। মাঠের অদূরে তৈরি হয়েছে হেলিপ্যাড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE