Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাজ্যকে গুলির রিপোর্ট দেবেন পুলিশ সুপার

প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা, বাহিনী ও প্রশাসন এখন কমিশনের অধীন। তাই পদক্ষেপ যা করার, তারাই করবে। গুলি চালাতে হলে সাধারণ ভাবে প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দিতে হয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০৩:১৩
Share: Save:

তৃতীয় দফার ভোটে মঙ্গলবার শমসেরগঞ্জে শূন্যে গুলি চালাতে হয়েছিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে। গুলি চলায় রাজ্য প্রশাসনের কাছে একটি রিপোর্ট পাঠাবেন জেলার পুলিশ সুপার।

প্রশাসনিক সূত্রের খবর, দক্ষিণ মালদহ কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদের শমসেরগঞ্জের একটি ভোটকেন্দ্রের কাছে ‘দুষ্কৃতীদের’ জটলা ভাঙতেই গুলি চালাতে হয়। বেলা সাড়ে ৩টে নাগাদ কয়েক জন দুষ্কৃতী জড়ো হয়ে বুথ দখলের ছক কষছিল বলে অভিযোগ। প্রহরারত বিএসএফ জওয়ানেরা তাদের সতর্ক করলেও কাজ হয়নি। দুষ্কৃতীদের সরিয়ে দিতেই বিএসএফ গুলি চালায় বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়। পুলিশ সুপার রিপোর্ট পাঠালেও রাজ্য সরকার সেটি খতিয়ে দেখা ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না।

প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা, বাহিনী ও প্রশাসন এখন কমিশনের অধীন। তাই পদক্ষেপ যা করার, তারাই করবে। গুলি চালাতে হলে সাধারণ ভাবে প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দিতে হয়। পরিস্থিতি খুব খারাপ হলে নিরাপত্তা বাহিনী নিজে থেকেও সেই সিদ্ধান্ত নিতে পারে। তবে যেটাই হোক না কেন, ঘটনার উল্লেখ প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে থাকতেই হবে। সেটাই খতিয়ে দেখবে কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSF Lok Sabha Election 2019 Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE