Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

ওসি-কে সরিয়ে দিল কমিশন, মূর্তি নিয়ে তদন্তে সিট

বিদ্যাসাগর কলেজে হাঙ্গামা এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় এ দিন বিকেলেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে লালবাজার।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ০৪:০২
Share: Save:

সপ্তম ও শেষ দফার ভোটের তিন দিন আগেই আমহার্স্ট স্ট্রিট থানার ওসি কৌশিক দাসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশ জারি করা হয়েছে। বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় পুলিশের একাংশের গাফিলতির অভিযোগ উঠেছিল এবং ওই কলেজ পড়ে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার মধ্যে। সেই গাফিলতির অভিযোগের জেরেই ওসি-কে সরানো হল কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আমহার্স্ট স্ট্রিট থানার পরবর্তী ওসি কে হবেন, তা নিয়ে জোর আলোচনা চলেছে লালবাজারে।

বিদ্যাসাগর কলেজে হাঙ্গামা এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় এ দিন বিকেলেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে লালবাজার। ডিসি (নর্থ) দেবাশিস সরকারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সেই দলের অন্যতম সদস্য ছিলেন আমহার্স্ট স্ট্রিট থানার সদ্যপ্রাক্তন ওসি কৌশিকবাবু। পুলিশি সূত্রের দাবি, ওসি হওয়ার সুবাদেই কৌশিকবাবু ওই দলে স্থান পেয়েছিলেন। তাঁর বদলে ওই থানার নতুন ওসি সিটের সদস্য হবেন।

লালবাজার জানিয়েছে, ওই দলের বাকি সদস্যেরা হলেন গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (আই), গুন্ডা দমন শাখার এক জন ইনস্পেক্টর, আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার ওসি এবং সংশ্লিষ্ট ঘটনার তদন্তকারী অফিসার। সিট কলকাতা পুলিশের গোয়েন্দা-প্রধানের কাছে তদন্তের রিপোর্ট জমা দেবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সিট তৈরি হলেও ঠিক কারা মূর্তি ভেঙেছে, তা নিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত নিশ্চিত হতে পারেনি লালবাজার। পুলিশি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৫০টি ভিডিয়ো ফুটেজ জোগাড় করা হয়েছে। সেগুলি মূলত সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে। ভিডিয়োগুলি খতিয়ে দেখলেও রাত পর্যন্ত কোনও অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি। ঘরের ভিতর থেকে মূর্তি তুলে নিয়ে আসার ফুটেজ মিলেছে বলেও পুলিশের দাবি। তবে এক পুলিশকর্তার কথায়, ‘‘ভিডিয়োগুলিতে স্পষ্ট ভাবে কারও মুখ বোঝা যাচ্ছে না। তাই নিশ্চিত হতে পারছি না। প্রযুক্তির সাহায্যে ভিডিয়োগুলিকে উন্নত করার চেষ্টা হচ্ছে।’’ পুলিশ জানিয়েছে, কলেজের সিসি ক্যামেরা কাজ করছিল না। তাই স্পষ্ট ছবি মিলছে না।

তবে পুলিশের অন্য একটি সূত্রের দাবি, ওই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, কলেজের বাইরে জনা আশি লোক জড়ো হয়েছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। যে-পাঁচ জন পুলিশ হেফাজতে রয়েছে, তারাও কয়েক জনের নাম বলেছে। কিন্তু মূর্তি কে বা কারা ভেঙেছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি ধৃতেরা।

ধৃতদের দাবি, বিদ্যাসাগর কলেজের ভিতর থেকে ইট ও বোতল উড়ে আসার পরেই পাল্টা মারমুখী হয়ে তেড়ে গিয়েছিল তারা। কিন্তু পুলিশের একাংশের দাবি, ষড়যন্ত্র করে পরিকল্পনামাফিক কলেজের ভিতরে হামলা করা হয়েছিল কি না, সিট তা খতিয়ে দেখবে। কলেজের ভিতরে আগে থেকে ‘বহিরাগতেরা’ জড়ো হয়েছিল কি না, তা-ও দেখা হবে। এ ব্যাপারে কলেজের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

পুলিশের একটি সূত্রের দাবি, পোড়া মোটরবাইকে থেকে কেরোসিনের গন্ধ মিলেছে। সেই দাবি সত্যি হলে ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হতে পারে। ‘‘ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরেই এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব,’’ মন্তব্য এক পুলিশকর্তার। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরবাইকের পেট্রোল থেকেই আগুন ধরানো হয়েছিল। ঘটনার পরেই বন্দরের বিজেপি নেতা রাকেশ সিংহের একটি ‘উস্কানিমূলক’ ফেসবুক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি বলে জানায় পুলিশ।

বিদ্যাসাগরের ‘সহজপাঠ’!

শিলিগুড়ি: সহজপাঠ বিদ্যাসাগরের লেখা বলে ভুল তথ্য দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইসলামপুরের প্রচার সেরে শিলিগুড়িতে এসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গে এ কথা বলেন দিলীপ। যদিও এ কথা বলার পরে তা নিয়ে ভুলস্বীকারও করেননি। মূর্তি ভাঙার দায় তৃণমূলের উপর চাপিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। সেই প্রসঙ্গেই বলেন, ‘‘নিজেরা মূর্তি ভেঙে নিজেরাই কান্নাকাটি করছে তৃণমূল। যার জন্য বিদ্যাসাগর বিখ্যাত, সহজপাঠ। আমরা ছোটবেলা থেকেই পড়েছি। কিন্তু সিপিএম তা স্কুল থেকে সরানোর পর কি তৃণমূল তা আবার চালু করেছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE