Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কংগ্রেস আরও ভাঙবে: শুভেন্দু

শুভেন্দু বলেন, লোকসভা ভোটের আগে জেলা কংগ্রেসের আরও উইকেট করবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালিয়াচক শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০২:১৩
Share: Save:

রাজস্থানে বিজেপির সরকার থাকাকালীন কালিয়াচকের আফরাজুল খানের পরিবার বিচার পায়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই রাজস্থানে এখন কংগ্রেসের সরকার। কিন্তু এখনও সেই বিচার প্রক্রিয়া ঝুলে রয়েছে—মঙ্গলবার কালিয়াচকের কারবালা মাঠে দলীয় কর্মিসভায় এ ভাবেই আফরাজুল প্রসঙ্গ টেনে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূলের মালদহ জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, লোকসভা ভোটের আগে জেলা কংগ্রেসের আরও উইকেট করবে।

এ দিনের কর্মিসভায় ফের তিনি দলীয় প্রধানদের ভোট লিডের টার্গেট বেঁধে দিলেন। পাশাপাশি ঘোষণা করলেন, আগামী ৩ এপ্রিল মালদহের দুই দলীয় প্রার্থী মৌসম নুর ও মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র দাখিল করবেন। বড় মাপের র‌্যালি করেই দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে যাবেন। সেই র‌্যালিতে তিনি নিজেও হাজির থাকবেন।

দু’দিনের জেলা সফরে সোমবার রাতে মালদহে আসেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু। সোমবার রাত দশটা নাগাদ তিনি পুরাতন মালদহের সাহাপুরে একটি ভবনে দলীয় ত্রিস্তর পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করেন। মঙ্গলবার দুপুরে প্রথম নির্বাচনী সভা ছিল মানিকচকের এনায়েতপুরে। দক্ষিণ মালদহ লোকসভা এলাকার বাছাই করা কর্মীদের নিয়ে বিকেলে তিনি কর্মিসভা করেন কালিয়াচকের কারবালা মাঠে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE