Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সুরক্ষা চান ভোটকর্মী শিক্ষকেরা

ঐক্য মঞ্চের দাবি, বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর অন্তত ছ’জন জওয়ান দিতে হবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৩:৪৭
Share: Save:

ভোটগ্রহণ শেষে সাজসরঞ্জাম জমা নেওয়ার পরে ভোটকর্মীদের ‘রিলিজ অর্ডার’ দিয়েই নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়ে যায় না। মঙ্গলবার এ কথা জানিয়ে ভোটকর্মীদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে বলে দাবি তুলেছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

ভোটের সময় তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানিয়ে এ দিন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার শৈবাল বর্মণকে স্মারকলিপি দেন ঐক্য মঞ্চের নেতারা। সংগঠনের তরফে স্মারকলিপিতে বলা হয়েছে, ভোটের জিনিসপত্র জমা দেওয়ার পরে ‘রিলিজ অর্ডার’ দিয়েই দায়িত্ব শেষ হয় না কমিশনের। বাড়ি ছেড়ে ভোটের কাজে বেরোনো থেকে ফেরা পর্যন্ত ভোটকর্মীদের দায়িত্ব নিতে হবে কমিশনকে। ভোটকর্মীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তার জন্য গাড়ির দাবিও জানানো হয়েছে।

ঐক্য মঞ্চের আরও দাবি, বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর অন্তত ছ’জন জওয়ান দিতে হবে। সংখ্যাটা দ্বিগুণ করতে হবে স্পর্শকাতর বুথে। পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসার হয়ে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ-রহতপুর হাইমাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর। সেই মৃত্যুর রহস্য ভেদ হয়নি এখনও। সেই অপমৃত্যুর প্রসঙ্গ তুলে ভোটকর্মী শিক্ষকদের সুরক্ষা দাবি করেছে ঐক্য মঞ্চ। তাদের অভিযোগ, বিভিন্ন জায়গায় শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয় ভোটকর্মীদের। তার মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কমিশন বলেছে, পঞ্চায়েত এবং লোকসভা ভোট পরিচালনা করে দু’টি ভিন্ন কমিশন। তাই দু’টিকে গুলিয়ে ফেললে চলবে না। সকলেরই নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE