Advertisement
১৯ এপ্রিল ২০২৪

খড়্গপুর থেকে ‘লিড’ চান মানস  

শনিবার বিকেলে মেদিনীপুরে তৃণমূল প্রার্থীদের সঙ্গে দলের কর্মীদের পরিচিতি করাতে কর্মিসভা হয়। সেখানে মানস ছাড়াও ছিলেন ঝাড়গ্রামের দলীয় প্রার্থী বিরবাহা সরেন, আরামবাগের দলীয় প্রার্থী অপরূপা পোদ্দার প্রমুখ।

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।—ফাইল চিত্র।

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৮:১২
Share: Save:

মেদিনীপুর লোকসভার মধ্যে থাকা সাতটি বিধানসভার মধ্যে একমাত্র খড়্গপুর বিজেপির দখলে। সেখানকার বিধায়ক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দলের এক কর্মিসভায় মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া জানিয়ে দিলেন, রেলশহর থেকেও ‘লিড’ আসা চাই।

শনিবার বিকেলে মেদিনীপুরে তৃণমূল প্রার্থীদের সঙ্গে দলের কর্মীদের পরিচিতি করাতে কর্মিসভা হয়। সেখানে মানস ছাড়াও ছিলেন ঝাড়গ্রামের দলীয় প্রার্থী বিরবাহা সরেন, আরামবাগের দলীয় প্রার্থী অপরূপা পোদ্দার প্রমুখ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভাটি আরামবাগ লোকসভার অন্তর্গত। শালবনি এবং গড়বেতা বিধানসভা ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত। কাল, সোমবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে কর্মিসভা হবে ঘাটালেই।

দিলীপ ঘোষের নাম না করে মানসকে বলতে শোনা যায়, ‘‘এখানে একজন না কি মঙ্গলগ্রহ থেকে সৈন্যবাহিনী নিয়ে লড়াই করতে আসছেন। তাঁর টেম্পোরারি স্টেশন খড়্গপুরের একটি রেলওয়ে বাংলো। আসলে বিজেপি পার্টিটাই একটা টেম্পোরারি পার্টি!’’ রেলশহরে দলের দ্বন্দ্ব দূর করার বার্তা দেন মানস। এ দিন কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘যুদ্ধ আর প্রেমে কোনও নীতি নেই। ভোট করবার জন্য যা করতে হয় করতে হবে। বিজেপি না কি টেম্পোরারি পার্টি? বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের পাল্টা খোঁচা, ‘‘কে টেম্পোরারি, কে পার্মামেন্ট, ভোটের ফলেই তা স্পষ্ট হয়ে যাবে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE