Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘আর না’ স্লোগান এ বার তৃণমূলেও!

এ বার তৃণমূলের স্লোগানেও উঠে এল সেই লাইন। শালবনিতে একটি দেওয়ালে তৃণমূল লিখেছে, ‘আচ্ছে দিনের নতুন ভোর, দিলীপবাবু অ্যাম্বুল্যান্স চোর, এই বিজেপি আর না। আর না।’

বরুণ দে
মেদিনীপুর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৩:২১
Share: Save:

স্লোগান গিয়েছে চুরি!

কেউ বলছে, ‘এই তৃণমূল আর না’, কেউ গলা তুলছে ‘এই সিপিএম আর না’ বলে। আবার কোথাও মিছিলে শোনা যাচ্ছে ‘এই বিজেপি আর না’। সিপিএম, বিজেপি ও তৃণমূল—তিন দলের দেওয়াল লিখনেই দেখা যাচ্ছে এই স্লোগান। এ বার রাজ্য বিজেপির নির্বাচনী থিম সংও তৈরি হয়েছে ‘আর না’ কথাকে সামনে রেখে। সব মিলিয়ে এ বার লোকসভা ভোটের অন্যতম চরিত্র এই ‘আর না’ স্লোগান।

বিজেপির থিম সং গেয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুল আসানসোলের বিজেপি সাংসদ এবং এ বারেও ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী। এই গানের জন্য তাঁকে শো-কজ করে কমিশন। শো-কজের জবাবও দেন বাবুল। গানের বিষয় নিয়ে আপত্তি তোলে তৃণমূল। কমিশন জানায়, আইনি ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এই গান প্রকাশ্যে আনা যাবে না। তবে আনুষ্ঠানিক প্রকাশের আগেই সেই গানের ভিডিয়ো প্রকাশ্যে চলে আসে। সেই গানের কলি এ রকম- ‘ফুটবে এ বার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল, এই তৃণমূল আর না, আর না, আর না’, ‘দিদির পায়ে হাওয়াই চটি, ভাইয়েরা সব কোটিপতি, এই তৃণমূল আর না, আর না, আর না’। রবিবার খড়্গপুরের মাতকাতপুরে বিজেপির মহিলা মোর্চার সভায় এই গানে নাচতে দেখা গিয়েছে মহিলাদের। সেখানে তাল ঠুকেছেন দিলীপ ঘোষও।

কেউ কেউ দাবি করছেন, এই গানের কথা বিজেপির নয়। সেটা বামেদের থেকে চুরি করা। তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, বামেদের সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রায় প্রথম এই ‘আর না, আর না’ স্লোগান শোনা গিয়েছিল। সেখানে এই স্লোগান তুলে প্রচারের আলোয় চলে এসেছিলেন নারায়ণগড়ের বাখরাবাদের মেয়ে ডিওয়াইএফ কর্মী রিয়া মাইতি। সিপিএমের কৃষক ও খেতমজুর সংগঠনের ডাকে সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত ওই পদযাত্রা হয়েছিল ‘লং মার্চ’- এর ধাঁচে। সেখানে রিয়ার স্লোগানের সেই ভিডিও ‘ভাইরাল’ হয়ে যায়। রিয়া স্লোগান তুলেছিলেন, ‘সিঙ্গুর থেকে শালবনি, খেতমজুরের কান্না শুনি, এই তৃণমূল আর না।’

এ বার তৃণমূলের স্লোগানেও উঠে এল সেই লাইন। শালবনিতে একটি দেওয়ালে তৃণমূল লিখেছে, ‘আচ্ছে দিনের নতুন ভোর, দিলীপবাবু অ্যাম্বুল্যান্স চোর, এই বিজেপি আর না। আর না।’ তৃণমূলের তরফে ঘাটাল কেন্দ্রের জন্য তৈরি করা ফেসবুক পেজে টিএমসিপির মিছিলের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেও শোনা যাচ্ছে স্লোগান, ‘‘এই বিজেপি আর না, আর না।’ সেখানে শোনা যাচ্ছে, ‘নোটবন্দি দেশের দায়, পদ্মপার্টির দ্বিগুণ আয়, এই বিজেপি আর না, আর না’।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপির জেলা সভাপতি শমিত দাশের মন্তব্য, ‘‘এখানে কপিরাইটের ব্যাপার আছে না কি? দিদির ফিশফ্রাই খেয়েটেয়ে অনেক দিন পরে সিপিএম দিদির বিরুদ্ধে কিছু স্লোগান তুলেছিল। সেই স্লোগানের কিছু ভাল কথা আমাদের গানে রয়েছে। থাকলে ক্ষতি কি?’’ তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলছেন, ‘‘স্লোগানের আবার পেটেন্ট হয় না কি! স্লোগান স্লোগানই।’’ রিয়ার দাবি, বামেদের স্লোগান থেকেই বিজেপির নির্বাচনী থিম সং- এর অনেক কথা টুকে দেওয়া হয়েছে। পরে সেই কথা চুরি করেছে তৃণমূলও। তাঁর দাবি, ‘‘স্লোগানে কারও পেটেন্ট থাকে না ঠিকই, তবে এই স্লোগান শুরুতে বাম ছাত্র-যুবরাই দিয়েছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 TMC Slogan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE