Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পুরনো ডাকে সাড়া, লন্ডন যাবেন মমতা

শেষ মুহূর্তে পরিবর্তন না হলে জুলাইয়ে লন্ডন যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তারিখ চূড়ান্ত হয়নি। কিন্তু ব্রিটিশ সরকার, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সফরের দিনক্ষণ নিয়ে কথা চলছে। লন্ডনে যাওয়ার আমন্ত্রণটি মমতার কাছে আসে ২০১৩-র নভেম্বরে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কলকাতায় গিয়ে মমতার সঙ্গে বৈঠক করে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৫ ০৩:৩৬
Share: Save:

শেষ মুহূর্তে পরিবর্তন না হলে জুলাইয়ে লন্ডন যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তারিখ চূড়ান্ত হয়নি। কিন্তু ব্রিটিশ সরকার, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সফরের দিনক্ষণ নিয়ে কথা চলছে।

লন্ডনে যাওয়ার আমন্ত্রণটি মমতার কাছে আসে ২০১৩-র নভেম্বরে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কলকাতায় গিয়ে মমতার সঙ্গে বৈঠক করে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁর দেশ পশ্চিমবঙ্গে লগ্নি করতে উৎসাহী। পরে ব্রিটিশ হাইকমিশন সূত্রে জানানো হয়েছিল, রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা, পর্যটন, পরিবহণ, নদীর সৌন্দর্যায়নের মতো প্রকল্পে বিনিয়োগ করতে চায় ব্রিটেন। টেমসের ধাঁচে গঙ্গার উন্নয়ন নিয়েও দু’তরফের কথা হয়। কলকাতাকে লন্ডনের মতো পুর্নগঠন করার কথাও সে সময় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বিদেশসফরে যেতে মমতা বিশেষ উৎসাহ না দেখালেও গত বছর অগস্টে তিনি সিঙ্গাপুরে যান। আর গত মাসে যান বাংলাদেশে। এ বার লন্ডন। এত দিন ধরে ব্রিটেন কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রেখে চলছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে। ব্রিটেনের বিদেশ মন্ত্রক একটি চিঠি লিখেছে মমতাকে। সম্প্রতি ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদের একটি দলও কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেন। বিধানসভার কিছু সদস্যের সঙ্গে তাঁদের প্রশ্নোত্তর পর্বও হয়। রাজ্য সরকারের সামাজিক এবং বাণিজ্যিক অগ্রাধিকার বিষয়ে খুঁটিয়ে জানতে চান তাঁরা। পরে মমতা জানান, কন্যাশ্রী প্রকল্প নিয়ে ব্রিটিশ অতিথিরা বিশেষ উৎসাহ প্রকাশ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE