Advertisement
২০ এপ্রিল ২০২৪

এনআরসিতে রক্ষাকর্তা মমতাই

মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল এনআরসি প্রসঙ্গ। অসমে যে এনআরসি তালিকা প্রকাশ করা হয়েছে, সেই প্রসঙ্গও তোলেন তিনি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০২:০৭
Share: Save:

সামনেই কালিয়াগঞ্জে উপনির্বাচন। তার আগে কোচবিহারে দাঁড়িয়ে সংসদে প্রস্তাবিত নাগরিকত্ব বিল সতর্কবাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘ওটা হচ্ছে একটা খুড়োর কল।’’ পাশাপাশি অবশ্য সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘ভয় পাবেন না, বাংলা এমনই একটি জায়গা, সবাইকে মায়ের আঁচল দিয়ে রক্ষা করবে।’’

মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল এনআরসি প্রসঙ্গ। অসমে যে এনআরসি তালিকা প্রকাশ করা হয়েছে, সেই প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, ‘‘(বিজেপি) বলছে, হিন্দুরা বিতাড়িত হবে না। তা হলে (অসমে) ১৯ লক্ষের মধ্যে যে ১৪ লক্ষ হিন্দু বাঙালি আছেন, তাঁরা বিতাড়িত হল কী করে? অনেকেই ডিটেনশন ক্যাম্পে আছেন।’’

যে জেলায় দাঁড়িয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী, সেই কোচবিহার এক দিকে অসম লাগোয়া। অন্য দিকে বাংলাদেশ সীমান্ত। অসমে এনআরসি চালু করার পরে সব থেকে বেশি আঁচ যদি পশ্চিমবঙ্গের কোনও জেলায় লেগে থাকে, তা কোচবিহার— বলছেন এখানকার বাসিন্দাদের অনেকেই। কোচবিহার রাজবংশীদের অন্যতম বাসস্থানও। অসমে এনআরসি-তে বহু রাজবংশীর নাম বাদ গিয়েছে বলেও দাবি করেছে তৃণমূল। এখন এখানে দাঁড়িয়ে এনআরসি প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, এই প্রচার তিনি জারি রাখবেন। এনআরসি আর প্রস্তাবিত নাগরিকত্ব বিল, দুটোই যে আখেরে এক, সেটাও এ দিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “এনআরসি’র বিরুদ্ধে (প্রস্তাবিত) নাগরিকত্ব বিলের কথা বলা হচ্ছে। ওটা কী? ওটা হচ্ছে একটা ‘খুড়োর কল’। যাঁরা এখানকার নাগরিক, ছ’বছরের জন্য তাঁদের বিদেশি বানিয়ে দেবে। তার পর ছয় বছর বাদে তখন ওঁরা থাকবেও না। তখন নাকি ঠিক করবে, কে নাগরিক হবে আর কে হবে না!’’ এর পরেই আশ্বাসবাণী শোনান মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আমি বলছি বাংলায় আপনারা সবাই নাগরিক। আপনাদের সকলের অধিকার আছে।” কী ভাবে? মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন, আপনাদের রেশন কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথীর কার্ড আছে। কারও গাড়ির লাইন্সেস আছে। প্রত্যেকেরই কিছু না কিছু আছে। তাই এ সব নিয়ে ভয় পাওয়ার কারণ নেই।’’ তাঁর কথায়, ‘‘বাংলা এমনই একটি জায়গা, সব মানুষকে কোলে করে আমরা রক্ষা করব। মায়ের আঁচলের তলায় আমরা রক্ষা করব।”

একই সঙ্গে জানালেন, বাংলার ভবিষ্যৎও গড়ে দিয়ে যাবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam NRC West Bengal Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE